
২৪-৪৮ ঘণ্টার মধ্যেই এশিয়া কাপের পূর্ণাঙ্গ সুচি ঘোষণা
আসন্ন এশিয়া কাপ নিয়ে ধোঁয়াশা অনেকটাই কেটে গেছে। কদিন আগেই ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাধারণ সভা। এই সভায় যদিও এশিয়া কাপ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে এশিয়া কাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা হতে পারে।