
বাংলাদেশের জেতার জন্য যাওয়ার সুযোগ আছে, মনে করেন নাঈম
গল টেস্টের চতুর্থ দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ১৮৭ রানে এগিয়ে বাংলাদেশ। সফরকারীদের হাতে উইকেট আছে এখনো সাতটা। সিরিজের প্রথম টেস্টে যেকোন কিছুই হতে পারে। আচমকা এক ধসে জয় পেতে পারে বাংলাদেশ, শ্রীলঙ্কার যে কেউ জিততে পারে। তবে আপাতদৃষ্টিতে ড্রয়ের পথেই এগোচ্ছে গল টেস্ট। তবে নাঈম হাসান জানিয়ে রাখলেন, জেতার জন্য ভালো সুযোগই আছে বাংলাদেশের। উইকেটের উপর ভরসা করে গল দুর্গ জয়ের সুযোগও দেখছেন ডানহাতি এই অফ স্পিনার।