
ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক অসঙ্গতির পাশাপাশি নিম্নমানের উইকেট, ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা কিংবা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের (বিসিবি) নানারকম অব্যবস্থাপনা! এসবের সমালোচনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সঙ্গে। দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের সবশেষ আসরেও সমালোচনার কমতি ছিল না একটুও। নানান রকম ঘটনায় আরও একবার বিশ্বজুড়ে নিজেদের ব্যর্থতা সামনে এনেছে বিসিবি। বিপিএলে আসা ফ্র্যাঞ্চাইজির দায়টাও কোনো অংশে কম নয়। তবে সামির কাদের চৌধুরি মতে, বিপিএলকে বিতর্কিত করার পেছনে দায়টা বিসিবিকেই দিচ্ছেন।
বিপিএলের বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ পাওনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। অনেক আলোচনার পরও সেই বকেয়া টাকা আদায় করতে পারেনি বিসিবি। এবার সেই অর্থ উদ্ধার করতে আইনি ব্যবস্থা হাতে নিয়েছে বিসিবি। বাংলাদেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা লম্বা সময় ধরে কোর্ট অব আরবিট্রেশন পরিচালনা করেও সফল হয়নি। উল্টো আরবিট্রেশন পরিচালনার জন্য নিজেদের হাত থেকে অনেক অর্থ খরচ করতে হচ্ছে বিসিবিকে।
ভিন্ন ভিন্ন নামে হলেও প্রায় প্রতি বছরই বিপিএলে অংশ নেয় রাজশাহী। তবে এর সাথে একটা আফসোসও ছিল, উত্তর বঙ্গের এই বিভাগে কখনোই আয়োজিত হয়নি কোনো বিপিএল ম্যাচ। কিন্তু এবার রাজশাহীর ক্রিকেট সমর্থকদের সেই আক্ষেপের সমাপ্তি ঘটতে যাচ্ছে।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বছরের পর বছর ধরে চলে আসা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই অংশ হিসেবে পূর্বের কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ও স্পরসরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় মামলা করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক প্রতিষ্ঠানটি।
চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে পথচলা শুরু হয় রবিচন্দ্রন অশ্বিনের। মাঝে রাইজিং পুনে সুপারজায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলে গত মৌসুমে আবারও চেন্নাইয়ে ফেরেন তিনি। যদিও এক আসরেই চেন্নাইয়ের সঙ্গে নতুন সম্পর্কে ছেদ পড়তে যাচ্ছে ডানহাতি এই অফ স্পিনার। ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আইপিএলের আগামী মৌসুমের আগে অশ্বিনকে ছেড়ে দেয়ার কথা ভাবছে চেন্নাই।
আইপিএলের নতুন মৌসুমের নিলামের আগে স্বাভাবিকভাবেই বিভিন্ন ক্রিকেটারের দল ছাড়ার খবর ছড়িয়ে পড়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলোতে। সবশেষ কয়েক সপ্তাহে দল ছাড়ার খবরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাঞ্জ স্যামসন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রাজস্থান রয়্যালস ছাড়তে চান ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক। যদিও স্যামসনের ফ্র্যাঞ্চাইজি বদলের খবরটি স্রেফ গুঞ্জন হিসেবেই বিবেচনা করা হচ্ছিল। তবে ইএসপিএন জানিয়েছে, সত্যিকার অর্থেই রাজস্থান ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি ফ্র্যাঞ্চাইজিকে নিজের সিদ্ধান্তের কথাও জানিয়ে দিয়েছেন স্যামসন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছেই। ২০২৫ মৌসুমে ঋতুরাজ গায়কোয়াড় চোট পাওয়ার পর ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্বের দায়িত্ব নেন ধোনি। পুরো মৌসুমজুড়েই তার অবসরের গুঞ্জন ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেই মৌসুম শেষ হওয়ার কয়েক মাস পার হলেও ধোনি কিংবা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে ৬৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন আফগানিস্তানের রশিদ খান। ইংল্যান্ডে চলমান দ্য হান্ড্রেড টুর্নামেন্টে এমন কীর্তি গড়েছেন আফগান এই লেগস্পিনার।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়েছিলেন লকি ফার্গুসন। তবে তিনি এখনও নিউজিল্যান্ডের হয়ে খেলা চলিয়ে যেতে চান। পাশাপাশি বিশ্ব জুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে বেড়াতে চান। এই কিউই পেসার দুটোর মধ্যে ভারসাম্য খুঁজছেন।
জাকের আলী অনিক, পারভেজ হোসেন ইমনের সঙ্গে শ্রীলঙ্কা সফরে উইকেটকিপার হিসেবে ছিলেন লিটন দাসও। স্কোয়াডে এতজন উইকেটকিপার থাকায় একই ক্যাটাগরির নুুরুল হাসান সোহানকে বিবেচনা করতে পারেননি নির্বাচকরা! শ্রীলঙ্কা সফরের দলে ঘোষণার সময় এমন ব্যাখ্যা দিয়েছিলেন গাজী আশরাফ হোসেন লিপু। যদিও সেই সময় গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন বলেই সোহানকে বিবেচনা করেনি বিসিবির নির্বাচক প্যানেল। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন সোহান। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটার জানান, তাঁর প্রায়োরিটিতে গ্লোবাল টি-টোয়েন্টি ছিল না।
ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের মালিকানায় রয়েছে একাধিক ভারতীয় প্রতিষ্ঠান। তাদের দলে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে দেখা যাবে কিনা তা নিয়ে জোর গুঞ্জন ছিল। তবে সব গুঞ্জন ও ধোঁয়াশা পেছনে ফেলে মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিমকে দলে ভিড়িয়েছে নর্দান সুপারচার্জার্স।