
ম্যাচ পাতানোর আলামত পেলে কড়া শাস্তি দেবে বিসিবি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ফিক্সিং সন্দেহ জোরদার হয়েছে একটি ম্যাচে। গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুরের ম্যাচকে ঘিরে ওঠা সেই সন্দেহের ম্যাচটি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) ও লিগ কমিটি মিলে তদন্তের কাজ শুরু করেছে। দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।