
পাকিস্তানের অভিযোগ আমলে নেয়নি আইসিসি
ভারত ও পাকিস্তানের মহারণে ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন অ্যান্ডি পাইক্রফ্ট। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান ম্যাচেও একই দায়িত্বে রাখা হয়েছে তাকে। তবে সেই ম্যাচের আগে জিম্বাবুইয়ান ম্যাচ রেফারিকে বদলাতে আইসিসিকে অনুরোধ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাদের দাবি নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এমন প্রতিবেদন প্রকাশ করেছে ক্রিকবাজ।