পাকিস্তান ক্রিকেট

পাকিস্তান দলে জামাল-ওয়াসিমদের না দেখে অবাক আফ্রিদি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:49 শুক্রবার, 10 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী জুনে অনুষ্ঠিত হতে চলেছে টি-টোয়ন্টি বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পাকিস্তান। বাবর আজমের দল সিরিজ খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে।

এরপর তারা সীমিত ওভারের সিরিজ খেলবে ইংল্যান্ডের বিপক্ষেও। দুই সিরিজের জন্য একই দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে জায়গা হয়নি মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও আমির জামালের। পাকিস্তান দলে এই দুজনের শূন্যতা অনুভব করছেন শহীদ আফ্রিদি।

লম্বা সময় ধরে পাকিস্তান দল মোহাম্মদ ওয়াসিমের প্রতি ভরসা দেখিয়েছে। হুট করেই এই পেসারের বাদ পড়ায় অবাক হয়েছেন আফ্রিদি। এ ছাড়া আব্দুল রাজ্জাকের পর জামালের মাঝেই ভালো পেস বোলিং অলরাউন্ডার হওয়ার গুণ দেখেছেন আফ্রিদি। তাই তারা বাদ পড়ায় কিছুটা হতাশ তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেছেন, 'আমি অবাক হয়েছি ওয়াসিম জুনিয়রকে এতদিন দলের সঙ্গে রাখার পর তাকে বাদ দেয়ার কারণে। আব্দুল রাজ্জাকের পর ভালো অলরাউন্ডার হওয়ার গুণ রয়েছে আমির জামালের। তাকেও রাখা হয়নি। এটা অবাক হওয়ার মতো ব্যাপার।'

আফ্রিদি আশাবাদী বাবরের অধিনায়কত্ব বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করবে পাকিস্তান। বাবর এরই মধ্যে ভালো ক্রিকেটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আফ্রিদি আশবাদী অধিনায়ক হিসেবেও নিজেকে ভালো অবস্থানে নিয়ে যাবেন এই পাকিস্তানি ব্যাটার।

বিশ্বকাপে পাকিস্তান দলের প্রতি প্রত্যাশা নিয়ে আফ্রিদি বলেন, 'একজন অধিনায়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন কঠিন সময়ে। আমরা চাই বাবর যতটা সম্ভব ভালো অধিনায়ক হোক, যতটা ভালো খেলোয়াড় সে। সব ক্রিকেটাররাই লম্বা সময় ধরে খেলছে। তাদের এখন মূল কাজ বিশ্বকাপে ভালো করা।'