বাংলাদেশ- জিম্বাবুয়ে সিরিজ

‘৫-০ তে জিতব বললে বাংলাদেশকে অসম্মান করা হবে’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:46 বৃহস্পতিবার, 02 মে, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারই শেষবারের মতো বাংলাদেশ সফরে এসেছেন সিকান্দার রাজা। শেষবারের এই সফরে বাংলাদেশকে বেশ সমীহ করছেন জিম্বাবুয়ের অধিনায়ক। তবে বাংলাদেশের সামনে নিজেদেরও শক্ত প্রতিপক্ষ হিসেবে দাবি করছেন রাজা।

উগান্ডার কাছে হেরে যাওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না রাজার। তবে বাংলাদেশ সিরিজ উপলক্ষে বেশ ভালোভাবেই প্রস্তুতি নিয়ে এসেছে দলটি। দুই দলের শেষ দেখায়ও এগিয়ে আছে রাজার দল।

শেষবারের জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারায় জিম্বাবুয়ে। তবে সাফল্যের এই স্রোতে গা ভাসাচ্ছেন না রাজা। বরঞ্চ বাংলাদেশের শক্তি-সামর্থ্যের কথা বেশ ভালোভাবেই জানা আছে তার।

রাজা বলেন, 'ভবিষ্যতে যা করতে পারব না তা আমি প্রেডিক্ট করব না। তবে আমি দোয়া করি এবং আশা করি, সিরিজটা সহজ হবে না। সঠিক মাইন্ডসেট নিয়ে, খুব ভালো প্রস্তুতি নিয়ে আমরা এই সিরিজ খেলতে এসেছি। আমরা জয়ের জন্যই বাংলাদেশে এসেছি। আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে যদি বলি ৩-০, ৪-০, ৫-০ ব্যবধানে জিতব, ব্যাপারটা বাংলাদেশের প্রতি অসম্মান করা হবে।'

'আবার যদি বলি বাংলাদেশ জিতবে, তাহলে এটা আমার দলকে অসম্মান করা হয়। আমার মনে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে। বাংলাদেশের সামনে বিশ্বকাপ আছে, অনেক পরীক্ষানিরীক্ষার ব্যাপার আছে। ইনশাআল্লাহ, দুই দলের জন্যই ভালো সিরিজ হবে।'

শেষবারের শ্রীলঙ্কা সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। যদিও সেই সিরিজে দারুণ পারফর্ম করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক এবং রিশাদ হোসেনরা। সেই পারফরম্যান্সগুলোকে ভালোভাবেই মূল্যায়ন করেছেন রাজা।

তিনি আরও বলেন, 'বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে সর্বশেষ সিরিজ হেরে গেলেও একটি ম্যাচ জিতেছিল। তাদের দলে ব্যাটিং ইউনিটের অনেক গভীরতা আছে। রিয়াদ ভাই ভালো খেলেছে, জাকের ভালো খেলেছে। তরুণরাও ভালো করছে। ওদের ভালো একজন লেগস্পিনার (রিশাদ হোসেন) আছে।'