আইপিএল

স্ট্রাইক রেট নিয়ে কোহলির হয়ে ব্যাট ধরলেন গম্ভীর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:08 রবিবার, 28 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে আছেন বিরাট কোহলি। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই ব্যাটার। দারুণ ফর্মে থাকা কোহলির স্ট্রাইক রেট নিয়ে অবশ্য সমালোচনা চলছেই। যদিও এসব সমালোচনাকে ভিত্তিহীন বলে মনে করছেন গৌতম গম্ভীর।

কোহলির সঙ্গে গম্ভীরের দ্বৈরথের কথা জানা আছে সবার। গত আইপিএলেও বিতর্ক সৃষ্টি হয় এই দুজনের কর্মকাণ্ডে। যদিও এবারের আইপিএলের পুরোই ভিন্ন মেজাজে আছেন দুজন। বেঙ্গালুরু এবং কলকাতা নাইট রাইডার্সের খেলার সময় একে অপরকে জড়িয়েও ধরেছেন হাসিমুখে।

আর এবার কোহলিকে নিয়ে সমালোচনায় তার পক্ষ নিলেন গম্ভীর। চলতি আসরে ১৪৫.৭৬ স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন কোহলি। আসরে একটি সেঞ্চুরিসহ নয় ম্যাচে কোহলি ৪৩০ রান করলেও তার দল পয়েন্ট তালিকায় আছে দুটি জয় নিয়ে দশ নম্বরে। সমালোচনা হচ্ছে দলগত পারফরম্যান্স নিয়েও।

এসবের প্রেক্ষিতে গম্ভীর বলেন, 'দেখুন সবকিছুই নির্ভর করে আপনার দল জিতছে নাকি হারছে তার ওপর। আপনার দল জিতলে কেউই কথা বলবে না। আপনার দল হেরে গেলে সমালোচনা হবে। তখন সবাই খুঁজে বের করবে কে খারাপ করেছে। সবার খেলাই আলাদা। আজ যে কাজটা ম্যাক্সওয়েল করতে পারবে, সেটা কোহলি পারবে না। যেটা কোহলি পারবে সেটা আবার ম্যাক্সওয়েল পারবে না। একটা দলে সবধরনের ক্রিকেটারের সমন্বয় থাকে।'

'আপনি যদি একই ধরনের ক্রিকেটার নিয়ে একাদশ সাজান সেই দল ৩০০ করতে পারে আবার ৩০'ও করতে পারে। তো একটা ভালো দলের বৈশিষ্ট্য হচ্ছে সেখানে সবধরনের ক্রিকেটার থাকবে। দিন শেষে জয়ই গুরুত্বপূর্ণ। আপনি যদি একশ স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করেন আর আপনার দল জিতে তাহলে সেটাই ঠিক আছে। আবার আপনি যদি ১৮০ স্ট্রাইক নিয়ে ব্যাটিং করেও দল হারে, তাহলে সমালোচনা হবে। এটাই বাস্তবতা।'

কিছুদিন আগে রাজস্থান রয়্যালসের বিপক্ষে একটি ম্যাচে ৬৭ বলে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এটা ছিল আইপিএলের ইতিহাসে ধীরগতির সেঞ্চুরির তালিকায় যৌথভাবে শীর্ষে! সেই ম্যাচে পাল্টা সেঞ্চুরি করে রাজস্থানকে জিতিয়েছিলেন জস বাটলার। কোহলির সমালোচনা শুরু হয় সেদিন থেকেই।

গম্ভীর আরও বলেন, 'স্ট্রাইক রেট গুরুত্বপূর্ণ। আগামী দিনগুলোতে আরও বেশি গুরুত্বপূর্ণ। তবে স্ট্রাইক রেট সরাসরি নির্ভর করে কন্ডিশন, ভেন্যু, প্রতিপক্ষ, তাদের বোলিং লাইন আপ, দলের তখনকার অবস্থা- এসবের ওপর। আপনার দল যখন ৫০ রানে চার উইকেট, তখন আপনি এটা প্রত্যাশা করতে পারেন না যে কেউ এসে ১৭০ স্ট্রাইক রেটে ব্যাটিং করবে। আবার ছয় ওভারে বিনা উইকেটে ৮০ রান থাকলে আপনার সুযোগ আছে স্ট্রাইক রেট বাড়িয়ে খেলার।'