আইপিএল

ক্রিকেট এখন বেসবলে পরিণত হচ্ছে: স্যাম কারান

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:16 শনিবার, 27 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে রান বন্যা বইয়ে দিচ্ছেন ব্যাটাররা। শুক্রবার আরেকটি রান বন্যার ম্যাচ হয়েছে। এই ম্যাচে বিশ্ব রেকর্ড গড়ে জিতেছে পাঞ্জাব কিংস। আগে ব্যাট করে পাঞ্জাবকে ২৬২ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স।

সেই লক্ষ্য ৮ বল আর ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে পাঞ্জাব। এই ম্যাচে হয়েছে ৪২টি ছক্কা। আইপিএল তো বটেই কোনো টি-টোয়েন্টি ম্যাচেই এতো ছক্কা হয়নি এর আগে। পাঞ্জাবের ভারপ্রাপ্ত অধিনায়ক স্যাম কারান মনে করেন এবারের আইপিএলে যেভাবে ব্যাটিং করছেন ব্যাটাররা ক্রিকেট অচিরেই বেসবলে পরিণত হবে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কারান বলেন, ‘ক্রিকেট বেসবলে পরিণত হচ্ছে, তাই না? ব্যাপারটা অবিশ্বাস্য ছিল। ২টি পয়েন্ট পেয়ে সত্যিই আনন্দিত। এমন ম্যাচের তুলনা চলে না। কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কয়েকটি সপ্তাহ বাজে (৫ ম্যাচে প্রথম জয়) গিয়েছিল, আমরা এরপরও হাল ছাড়িনি। স্কোর ভুলে যান...জয়টা আমাদের প্রাপ্য ছিল।’

এবারের আইপিএলে তিনবার তিনশ ছুঁই ছুঁই সংগ্রহ গড়েছে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ৮টি দলীয় সংগ্রহের মধ্যে ৭টিই এসেছে এবারের আসরে। এবারের আইপিএলেই সর্বোচ্চ ৩৮টি ছক্কা এসেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে।

কলকাতা-পাঞ্জাব সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। কলকাতা-পাঞ্জাব সেই রেকর্ডও ভেঙে দিয়েছে। কারান মনে করেন ক্রিকেটারদের দক্ষতার কারণেই বড় বড় সংগ্রহ হচ্ছে এবারের আইপিএলে। ব্যাটারদের দক্ষতাই পাওয়ার হিটিংকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছে।

কারান বলেন, ‘আমার মনে হয়, আলাদা করার মতো অনেক কিছুই আছে। খেলোয়াড়েরা যেভাবে অনুশীলন করে এবং তারা দীর্ঘ সময় ধরে বল মারতে পারে। আমার মনে হয় এটা আত্মবিশ্বাস থেকে আসে, এর পাশাপাশি কোচ এবং আমরা যেভাবে অনুশীলন করি, সেসব বিষয় তো আছেই।’

কলকাতার বিপক্ষে রান তাড়ায় ৪৮ বলে ১০৮ রানের অপরাজিত ইনিংস খেলেন জনি বেয়ারস্টো। ২৮ বলে ৬৮ রান এসেছে শশাঙ্ক সিংয়ের ব্যাট থেকে। ম্যাচ শেষে বেয়ারস্টো নিজেদের পরিকল্পনার কথা জানিয়ে বলেছেন, ‘যত দূরে সম্ভব (বল) মারার চেষ্টা করেছি। ২৬০ রানের মতো তুলেছে কোনো দল, এর আগে এমন ম্যাচ কখনো খেলিনি। নিজের জায়গায় পেলে মারতে তো হবেই।’