বাংলাদেশ ক্রিকেট

স্থানীয় কোচদের সঙ্গে দেখা করে লেগ স্পিনার ও রিস্ট স্পিনার তুলে আনতে চান মুশতাক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:05 মঙ্গলবার, 23 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

মাস দুয়েকের চুক্তিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করবেন মুশতাক আহমেদ। এই অল্প সময়ের মাঝেও বাংলাদেশে নিজের ছাপ রেখে যেতে চান তিনি। স্থানীয় কোচদের সঙ্গে দেখা করে লেগ স্পিনার ও রিস্ট স্পিনারের মতো উইকেটশিকারি বোলার তুলে আনতে চান মুশতাক।

খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়েছেন পাকিস্তানের এই সাবেক লেগ স্পিনার। ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইংল্যান্ডের স্পিন বোলিং কোচ ছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০১৮-১৯ মৌসুম এবং পাকিস্তানের হয়ে ২০২০-২২ মৌসুমে একই দায়িত্বে কাজ করার অভিজ্ঞতা আছে মুশতাকের।

ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত পাকিস্তানের বোলিং পরামর্শক ছিলেন ৫৩ বছর বয়সি এই কোচ। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তবে এবারই প্রথম বাংলাদেশের হয়ে কাজ করবেন মুশতাক। প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে কাজ করতে আসা মুশতাক কোচ হিসেবে নিজের ছাপ রেখে যেতে চান। পাকিস্তান কোচের বিশ্বাস, বাংলাদেশের তরুণরা বেশ প্রতিভাবান।

এ প্রসঙ্গে মুশতাক বলেন, ‘প্রথমত, আমি বিশ্বাস করি যে, কোচ হিসেবে আমাকে বিশ্বাস রাখতে হবে। আমি এখানে এসেছি পার্থক্য গড়তে। ইনশাল্লাহ পার্থক্য গড়ব স্পিন বিভাগে। আমার যে অভিজ্ঞতা আছে এত বছরের, তা ভাগাভাগি করতে পারব তরুণ ও সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে। আশা করি, আমরা পার্থক্য গড়তে পারব।’

‘আমি বিশ্বাস করি, যাদেরকে কোচিং করানো সম্ভব, তাদেরকেই কেবল কোচিং করানো যায়। এখানকার তরুণরা দারুণ প্রতিভাবান। আমাদের অভিজ্ঞতা আমরা তাদের সঙ্গে ভাগাভাগি করতে পারি। আমি বিশ্বাস করি, দলটা দারুণ প্রতিভাবান ও সব দলকে চ্যালেঞ্জ জানাতে পারে।’

বাংলাদেশের হয়ে কাজ করতে ঢাকা এসে পৌঁছেছেন মুশতাক। ২৬ তারিখ থেকে শুরু হওয়া অনুশীলন ক্যাম্প নিয়ে শেখ মেহেদী, রিশাদ হোসেনদের সঙ্গে কাজ করবেন তিনি। মাত্র দুই মাসের চুক্তি হওয়ায় জিম্বাবুয়ে সিরিজ, যুক্তরাষ্ট্র সফর এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে কাজ করবেন তিনি। এই অল্প সময়ের মাঝেও বাংলাদেশের ক্লাব ও প্রথম শ্রেণির কোচদের সঙ্গে দেখা করতে চান মুশতাক। তাদের সঙ্গে কথা বলে বের করে আনতে চান লেগ স্পিনার ও রিস্ট স্পিনার।

মুশতাক বলেন, ‘এশিয়ায় ক্লাব ক্রিকেটে, নেট অনুশীলনে সবসময়ই লেগ স্পিনার, রহস্য স্পিনার, চায়নাম্যান বোলার দেখতে পাওয়া যায়। আশা করি, আমার অভিজ্ঞতা সেখানে কাজে লাগবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মাধ্যমে যোগাযোগ করতে পারব অনেক।’

‘ক্লাব ক্রিকেট ও প্রথম শ্রেণির কোচদের সঙ্গে দেখা করতে পারি এবং চেষ্টা করতে পারি ভালো লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার বের করে আনতে। কারণ এখন সাদা বলের ক্রিকেটে মাঝের ওভারগুলোয় উইকেট শিকারি স্পিনার লাগেই। রহস্য স্পিনারদের বের করে আনা গুরুত্বপূর্ণ এবং আশা করি, আমরা পারব।’