আইপিএল

‘আইপিএলের চেয়ে বাংলাদেশে বেশি চাপে থাকেন মুস্তাফিজ’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:33 সোমবার, 22 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মানেই যেন বিশ্বের সব তারকা ক্রিকেটারদের মিলনমেলা। ব্যাটার কিংবা বোলার বিশ্বের অন্যতম সেরা টি-টোয়েন্টি ক্রিকেটাররাই খেলে থাকেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগে। ক্রিকেটীয় মানের দিক থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির থেকেও বেশি প্রাধান্য দেয়া হয়েছে থাকে আইপিএলের ম্যাচকে। ব্যাটার হিসেবে আইপিএলে খেলেন বিরাট কোহলি, নিকোলাস পুরান, ট্রাভিস হেড, হেনরিখ ক্লাসেন, জস বাটলাদের মতো বিশ্বের অন্যতম সেরারা।

যাদের বিপক্ষে বোলিং করাটা যেকোন বোলারের জন্যই কঠিন। এমন তারকা কিংবা বিধ্বংসী ব্যাটারদের বিপক্ষে বোলিং করতে গেলে প্রায়শই চাপে থাকতে হয় তাদের। মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও নিশ্চিতভাবে ভিন্ন কিছু হওয়ার কথা নয়। তবে শরিফুল ইসলামের দাবিটা একটু অন্যরকম। বাঁহাতি এই পেসারের মতে, আইপিএলের চেয়ে বাংলাদেশের হয়ে খেলার সময় বেশি চাপে থাকেন মুস্তাফিজ।

প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ শেষে মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শরিফুল বলেন, ‘আমার মনে হয় যে বাংলাদেশের থেকে আইপিএলে মুস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা খুব কম আরকি। বাংলাদেশে হয়ত অনেক চাওয়া থাকে হয়ত একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’

শরিফুলের এমন মন্তব্যের পর প্রশ্নটা আসা অবধারিতই ছিল। পরোক্ষণেই জানতে চাওয়া হলো বাংলাদেশে কী ধরনের চাপে থাকেন মুস্তাফিজ। বাঁহাতি এই পেসার যা বললেন সেটিকে পাশ কাটিয়ে যাওয়ার খুব বেশি সুযোগও নেই। হ্যালির ধুমকেতুর মতো করে বাংলাদেশের ক্রিকেটে আবির্ভাব হয়েছিল মুস্তাফিজের। ক্যারিয়ারের প্রথম দুই বছরে বোলিং বৈচিত্র দিয়ে বিশ্ব ক্রিকেটে হৈচৈ ফেলে দিয়েছিলেন তিনি।

যদিও কাঁধের চোটের পর থেকে কখনই ফিরে পাওয়া যায়নি বাঁহাতি এই পেসারকে। শরিফুলের বক্তব্য অনুযায়ী, ২০১৫ সালে ফিজ যে ধরনের পারফরম্যান্স করে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। প্রায় এক দশক পর এসেও মুস্তাফিজকে নিয়ে একই ধরনের প্রত্যাশা রয়েছে যে কারণে বাংলাদেশের হয়ে খেলার সময় বেশি চাপে থাকে বলে মনে করেন শরিফুল।

বাঁহাতি এই পেসার বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩ টা ম্যাচ হয়ত আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করতেছিল। উনি ভালো করতেছেন হয়তবা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচ হয়ত করতে পারেননি।’

চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলের এবারের সময়টা একেবারে খারাপ যাচ্ছে না মুস্তাফিজের। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সেরা পেসার তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলা মুস্তাফিজের প্রতিটি বল দেখেন এবং ম্যাচের পরদিন তার সঙ্গে কথা বলেন শরিফুল। তিনি বলেন, ‘মুস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়।’