আইপিএল

আইপিএল থেকে অনির্দিষ্টকালের বিরতিতে ম্যাক্সওয়েল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:25 মঙ্গলবার, 16 এপ্রিল, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েলের। ৬ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৩২ রান। এমন পারফরম্যান্সের পর সানরাইজার্স হায়দরবাদের বিপক্ষে তাকে একাদশেই রাখেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

এবার জানা গেছে আইপিএল থেকে অনির্দিষ্টকালের জন্য বিরতিতে যাচ্ছেন এই অজি অলরাউন্ডার। কবে আবারও তিনি বেঙ্গালুরুর হয়ে ফিরবেন সেটা নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। হায়দরাবাদের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ম্যাক্সওয়েলকে ছাড়াই ২৮৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৫ রানে হেরেছে বেঙ্গালুরু।

এরই মধ্যে ৭ ম্যাচ খেলে ৬টিতেই হেরেছে বেঙ্গালুরু। আইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে ফাফ ডু প্লেসির দল। এই বিষয়ে অধিনায়ক ডু প্লেসি ও কোচদের সঙ্গেও কথা বলেছেন ম্যাক্সওয়েল। তিনি তার জায়গায় অন্য কাউকে খেলানোর পরামর্শ দিয়েছিলেন।

বিরতি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া খুব সহজ ছিল।'

অন্য কেউ সুযোগ পেলে লুফে নেবেন বলে বিশ্বাস ম্যাক্সওয়েলের। তিনি বলেন, 'এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। তাই আমি অনুভব করেছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন, যেন আমার শরীর আবারও ঠিকঠাক সাড়া দেয়। আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেয়ার এটা ভালো সময়। আশা করি সে তার সক্ষমতা দেখিয়ে দলে জায়গা পাকাপোক্ত করবে।’

আইপিএলের আগে বেশ ভালো ফর্মেই ছিলেন ম্যাক্সওয়েল। ১৭ টি-টোয়েন্টিতে ৪২.৪৬ গড়ে তার ব্যাট থেকে এসেছে ৫৫২ রান। এর মধ্যে দুটি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। আইপিএলে এতো বাজে সময় পার করবেন সেটা হয়তো স্বপ্নেও ভাবেননি ম্যাক্সওয়েল।

নিজের বাজে ফর্ম নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো কখনো এমনটা হতে পারে। এটা পরিবর্তনশীল একটা খেলা। প্রথম ম্যাচের কথাই যদি বলি, বল কিন্তু আমার ব্যাটের মাঝ বরাবর লেগেছিল। এরপরও বল কিপারের হাতে গেছে। রান করার সুযোগ আছে দেখে আমি একটু আগেই শট খেলে ফেলেছিলাম। সময় আমার পক্ষে থাকলে বল (কিপারের) গ্লাভসের অনেক দূর দিয়ে যেত। প্রথম বলেই আমি বাউন্ডারি পেয়ে যেতাম। টুর্নামেন্টের শুরুটাও ভালো হতো। কিন্তু সেটা হয়নি।’