Connect with us

বিশ্বকাপ

এটাই আমার শেষ বিশ্বকাপ: অশ্বিন


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অক্ষর প্যাটেলের চোটে হুট করেই ভারতের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে আবারও ভারতের হয়ে বিশ্বকাপ খেলার স্বাদ পাচ্ছেন এই স্পিনার। সুযোগ পেয়ে অশ্বিন জানিয়েছেন এটাই তার শেষ বিশ্বকাপ।

অশ্বিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে খেলেছেন। বল হাতে পারফর্মও করেছেন। দুই ম্যাচে নিয়েছেন ৪ উইকেট। এমন পারফরম্যান্সই বিশ্বকাপ দলে সুযোগ করে দিয়েছে তাকে। এক বছরের বিরতিতে ওয়ানডে খেললেও এই স্পিনার জানিয়েছেন মানসিকভাবে এখনও ভালো অবস্থায় আছেন তিনি।


সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অশ্বিন বলেছেন, 'মানসিকভাবে এখন ভালো জায়গায় আছি। গোটা বিশ্বকাপটা উপভোগ করতে চাই। এটাই ভারতের হয়ে আমার শেষ বিশ্বকাপ। তাই এই প্রতিযোগিতার গুরুত্ব আমার কাছে সবচেয়ে বেশি।'


অশ্বিন ধরেই নিয়েছিলেন এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না তার। তাই কেউ বিশ্বকাপে খেলার কথা বললে বিশ্বাসই করতেন তা তিনি। তবে সুযোগ পেয়ে আনন্দিত তিনি। বিশ্বকাপে টিম ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে চান অশ্বিন।

তিনি বলেন, 'আগে কেউ আমাকে এটা বললে তাকে বলতাম, আপনি মজা করছেন। কিন্তু জীবনটা এ রকমই। অবাক করার মতোই। সত্যি বলতে, আমি ভাবতেই পারিনি আজ এ জায়গায় থাকব। আমি এখন যেখানে তার জন্যে পরিস্থিতিই দায়ী। টিম ম্যানেজমেন্ট আমার ওপর আস্থা দেখিয়েছে।'

২০১৯ বিশ্বকাপে খেলা হয়নি অশ্বিনের। তবে ২০১৫ বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। সেই বিশ্ব আসরে ১৭ উইকেট নিয়েছিলেন তিনি। ২০১১ বিশ্বকাপেও খেলেছিলেন এই ডানহাতি স্পিনার। বিরাট কোহলি ছাড়া তিনিই ভারতের একমাত্র ক্রিকেটার যিনি ২০১১ বিশ্বকাপে খেলেছেন। 

ঘরের মাঠে বিশ্বকাপ বলে কিছুটা চাপে থাকবে ভারত। তবে সেই চাপ সামলানোর ক্ষমতা ভারতের আছে বলেই মনে করেন অশ্বিন, 'দুই দিকে বল ঘোরাতে পারি। সেই ক্ষমতা আমার রয়েছে। কিন্তু এই ধরনের প্রতিযোগিতায় যে চাপ থাকে সেটা সামলানোই আসল কাজ। প্রতিযোগিতা কেমন যাবে, সেটা চাপ সামলাতে পারার ক্ষমতাই বলে দেয়।'

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আউটের ধরণে বিরক্ত ফিলিপস

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

আর্কাইভ