Connect with us

বিশ্বকাপ

পাকিস্তানকে সেমিফাইনালে দেখছেন না যুবরাজ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে অনেক সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরা বিশ্বকাপের সেমিফাইনালের সম্ভাবনায় থাকা দলগুলোর নাম প্রকাশ করেছেন। সাবেক ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংও নিজের পছন্দের পাঁচটি দল বেঁছে নিয়েছেন।

সবচেয়ে চমক জাগানিয়া হচ্ছে। যুবরাজের সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকায় নেই পাকিস্তান। তিনি মনে করেন অস্ট্রেলিয়া ও ভারত অবশ্যই সেমিফাইনালে খেলবে। সেই সঙ্গে ইংল্যান্ড, নিউজিল্যান্ডের সঙ্গে সাউথ আফ্রিকারও সেমিফাইনালে খেলার সুযোগ আছে বলে মনে করেন তিনি।


বিশ্বকাপের ফেভারিট দল বেছে নিতে গিয়ে তিনি বলেন, ‘অবশ্যই ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে থাকবে। আমি এখানে পাঁচটি দলকে সেমিফাইনালের জন্য বাছাই করব। ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আমার মনে হয় সাউথ আফ্রিকার পাওনা আছে। সাদা বলে তাদের একটি ট্রফি দরকার।’


এদিকে বিশ্বকাপের আগেই বড় ধাক্কা খেয়েছে ভারত। এই বিশ্ব আসর থেকে ছিটকে গেছেন অক্ষর প্যাটেল। তার বদলি হিসেবে রবিচন্দ্রন অশ্বিনকে নেয়া হয়েছে। তবে যুবরাজ মনে করেন অক্ষরের সঠিক বিকল্প হতে পারতেন আরেক স্পিনার ওয়াশিংটন সুন্দর।

তার ভাষ্য, ‘অক্ষর না থাকায় আমাদের একটু অপেক্ষা করে দেখা উচিত ছিল ৭ নম্বরে কে ব্যাট করতে পারে। আমার মনে হয়, যদি অক্ষরের জায়গায় ওয়াশিংটন সুন্দর খেলত তবে ভারত আরেকজন বাঁহাতি পেত। তবে দুর্ভাগ্যজনকভাবে তাকে নেওয়া হয়নি, একইভাবে যুবেন্দ্র চাহালকেও নেওয়া হয়নি। এ ছাড়া আমার কাছে দলের সমন্বয় ভালোই মনে হচ্ছে।’

শুভমান গিলের পারফরম্যান্স প্রশংসা করেছেন যুবরাজ। তার চোখে এখনই তারকা এই ভারতীয় ওপেনার। তিনি বলেন, ‘সে ভবিষ্যতের তারকা নয়, সে এখনই তারকা। এ মুহূর্তে সে ভয়ডরহীন। সে দারুণ ছন্দেও আছে। সে ম্যাচ বদলে দিতে পারে। সে যেকোনো বাধা ভেঙে দিতে পারে। আর যদি কেউ ভয়ডরহীন হয় এবং ভালো ছন্দে থাকেন তবে সে ভারতকে ম্যাচ জেতাতে পারবে। এটাই আমি তার কাছ থেকে পাওয়ার আশা করছি।’

 

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আউটের ধরণে বিরক্ত ফিলিপস

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

আর্কাইভ