Connect with us

ভারতীয় ক্রিকেট

‘রিংকু ভারতের পরবর্তী ধোনি বা যুবরাজ’


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

স্নায়ুচাপ সামলে শেষ মুহূর্তে বল-রানের হিসেব কষে ম্যাচ শেষ করে এসেছেন এমন ক্রিকেটার তালিকায় ভিভ রিচার্ডস, জাভেদ মিঁয়াদাদ, এবি ডি ভিলিয়ার্স, ল্যান্স ক্লুজনার, মাইকেল বেভানরা। তবে বেশিরভাগ সাবেক ক্রিকেটার ও সমর্থকদের চোখে সর্বকালের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি।

ভারতের সাবেক এই অধিনায়ক ক্রিকেট ছাড়ার পর সেই দায়িত্ব এসে পড়েছিল হার্দিক পান্ডিয়ার কাঁধে। বর্তমানে পুরোদস্তুর ব্যাটার হয়ে যাওয়ায় নতুন ফিনিশার খুঁজতে হচ্ছে ভারতকে। সেখানে আশার আলো দেখাচ্ছেন রিংকু সিং। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (সবশেষ) আসরে নিজের পেশি শক্তির সঙ্গে চাপ সামলানোর সক্ষমতা দেখিয়েছেন তিনি। কিরান মোর মনে করেন, রিংকুও ধোনি কিংবা যুবরাজ সিংহের মতো ফিনিংশার হতে পারেন।


টি-টোয়েন্টিতে ফিনিশিংয়ে দাপট দেখিয়েছেন যুবরাজ। ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি সবখানে ধোনির আধিপত্য ছিল অন্য সবার তুলনায় বেশি। হারতে থাকা অনেক ম্যাচই ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন সাবেক এই ক্রিকেটার। রিংকু সেই ধোনির জায়গা নিতে পারবেন কিনা সেটা বলা কঠিন। তবে সবশেষ আইপিএলে নিজের প্রতিভাবার স্বাক্ষর রেখেছেন ভালোভাবেই।


গুজরাট টাইটান্সের বিপক্ষে ইয়াশ দয়ালকে এক ওভারে ৫ ছক্কা মেরে কলকাতা নাইট রাইডার্সকে জেতানো, ৫৯.২৫ গড় ও ১৪৯.৫৩ স্ট্রাইক রেটে ৪৭৪ রান যেন সেটারই প্রমাণ। চাপের মাঝেও অবলীলায় চার-ছক্কা মারার ক্ষমতা তাকে বানিয়েছে বিশেষ। তাতে করে সুযোগ মিলেছে ভারতের টি-টোয়েন্টি দলেও। কিরান মনে করেন, পরিচর্যা করলে ভারতের পরবর্তী ধোনি কিংবা যুবরাজ হতে পারেন রিংকু।

কিরান বলেন, ‘ভারতীয় দলে তার সুযোগের জন্য আমি অপেক্ষা করছিলাম। ৫ এবং ৬ নম্বরে সে ভালো পারফর্ম করবে এবং সে একজন দুর্দান্ত ফিনিশার হতে পারে। আমরা সবাই এমএস ধোনি এবং যুবরাজ সিংকে ধেখেছি। তাদের পর আমরা তাদের মতো ক্রিকেটার পাইনি।

‘আমরা অনেক ক্রিকেটার তৈরির চেষ্টা করেছি। কিন্তু সেটা কাজে আসেনি এখন পর্যন্ত। এখানে তিলক ভার্মাও আছে। এই জায়গায় সেও পারফর্ম করতে পারে। রিংকু একজন ভালো ফিল্ডারও বটে। আমি তাকে ঘরোয়া ক্রিকেট থেকে দেখে আসছি, আমার মনে হয় সে অনেক উন্নতি করেছে।’

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অভিষেক হলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি রিংকুর। তাকে ধারাবাহিকভাবে সুযোগ দিয়ে পরিচর্যা করা উচিত বলে মনে করেন কিরান। সেই সঙ্গে ঘরোয়া ক্রিকেটে তিন সংস্করণেই যে নিয়মিত রান করছেন সেটাও মনে করিয়েছেন তিনি।

রিংকুকে সুক্ষ্ণভাবে তৈরিকৃত ব্যাটার আখ্যা দিয়ে কিরান বলেন, ‘রিংকু একেবারে সুক্ষ্ণভাবে তৈরি। ঘরোয়া ক্রিকেটে সে সব সংস্করণে সে রান করছেন। এখন শুধু তাকে পরিচর্যা করতে হবে এবং ধারাবাহিকভাবে সুযোগগুলো দিতে হবে।’

সর্বশেষ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আউটের ধরণে বিরক্ত ফিলিপস

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

নিউজিল্যান্ডকে ২০০-২২০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোখ হারাতে বসেছিলেন ভিলিয়ার্স, শঙ্কা নিয়ে খেলেছেন শেষ দুই মৌসুম

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘আনপ্রেডিক্টেবল’ বলেই পাকিস্তানকে ভয় হ্যাডিনের

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

চোটে পড়ার ম্যাচে বাজিতে হারলেন ম্যাক্সওয়েল

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বাংলাদেশের বিপক্ষে বেশি চাপ নিয়ে ফেলেছিল আফগানিস্তান’

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

জিম্বাবুয়ের রোমাঞ্চকর ও নাটকীয় জয়ের নায়ক রাজা

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

আলোকস্বল্পতায় আগেভাগে খেলা শেষ হওয়ার আগে বাংলাদেশের লিড

৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, ২০২৩

নাসুমের ৫ উইকেট ও রাজার তোপে ইষ্ট জোনের লিড

৮ ডিসেম্বর, শুক্রবার, ২০২৩

‘বড় ক্রিকেটার হতে হলে দেশের বাইরে ভালো খেলতে হবে’

আর্কাইভ