Connect with us

টি-টোয়েন্টি বিশ্বকাপ

যুক্তরাষ্ট্র থেকে সরছে না ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ


প্রকাশ

:

ছবি : সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||

অবকাঠামোগত দিক থেকে প্রস্তুত না থাকায় যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে সরে যাচ্ছি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। কদিন থেকেই ক্রিকেটাঙ্গনে ঘুরে বেড়াচ্ছে এমন খবর। যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ভবিষ্যত সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজের সহ-আয়োজক হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের বছরখানেক বাকি থাকলেও এখন প্রস্তুত নয় যুক্তরাষ্ট্রের অবকাঠামো।


যে কারণে শঙ্কা তৈরি হয় যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের। যার ফলে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে সরিয়ে নেয়া হচ্ছে ২০ ওভারের টুর্নামেন্টটি। কদিন আগে এমন খবর প্রকাশ করেছিল ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮।


তারা আরও জানিয়েছিল, ২০৩০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে যাওয়া ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের সঙ্গে টুর্নামেন্ট অদল-বদল করবে তারা। তাতে করে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে যুক্তরাজ্যে আর ২০৩০ সালের টুর্নামেন্ট আয়োজন করবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র।

যদিও এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে ভেন্যু প্রস্তুতির কাজ চলছে এবং তারা এটি পরিদর্শন করেছে। আইসিসির এক মুখপাত্র বলেছেন, ‘সম্প্রতি দুই স্বাগতিক অঞ্চলের ভেন্যু পরিদর্শন এবং ২০২৪ সালের জুনে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি পুরোদমে চলছে।’

এদিকে আইসিসির এক সদস্য ইংল্যান্ডে বিশ্বকাপ আয়োজন নিয়ে বলেন, ‘২০২৪ সালের ইভেন্টটি জুনে নির্ধারিত হয়েছে এবং অন্য একটি সম্ভাব্য জায়গা হচ্ছে ইংল্যান্ড। কেউ যদি ইংল্যান্ডের কাউকে জিজ্ঞেস করেন যে তারা ২০২৪ সালে এটি আয়োজন করতে পারবে কিনা। পরিস্কার উত্তর হচ্ছে তারা পারবে না। এমন সম্ভাবনাও দেখা যায়নি। আপনি তাদের পরের বছরের সূচি দেখলেই বুঝতে পারবেন।’

ফ্লোরিডা, ডালাস এবং অন্য আরও একটি ভেন্যুকে চ্যাম্পিয়নশিপের ম্যাচের জন্য বিবেচনা করা হচ্ছে। এই দুটি ভেন্যুতে এখন পর্যন্ত ৩২টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র এবং আইসিসির অভ্যন্তরীণ ব্যক্তিরা বলছেন, চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য উদ্ভাবনী কিছু সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন