Connect with us

আইপিএল

আইপিএলে নেতৃত্ব পেয়ে ঘুমাতে পারেননি রশিদ


প্রকাশ

:

ছবি : সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গত আসরে চোটের কারণে গ্রুপ পর্বের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। তার পরিবর্তে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিয়েছিলেন রশিদ খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই আফগান স্পিনার জানিয়েছেন আইপিএলে প্রথমবারের মতো নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতার স্মৃতি।

সেই ম্যাচে বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে ২১ বলে ৪০ রান করে গুজরাটের ৩ উইকেটের জয়ে বড় অবদান রেখেছিলেন রশিদ। ম্যাচটিতে অধিনায়ক হওয়ার খবরটি তাকে প্রথম দিয়েছিলেন গুজরাটের প্রধান কোচ আশিষ নেহরা। এরপর উত্তেজনা আর চাপে ঘুমাতে পারেননি তিনি।


সেই ম্যাচের কথা স্মরণ করে তিনি বলেন, 'ম্যাচটি আমার জন্য স্পেশাল ছিল। কারণ অধিনায়ক হিসেবে সেটা আইপিএলে আমার প্রথম ম্যাচ ছিল এবং মনে আছে সেই সময় রমজান ছিল। ভোর ৩টায় আমি সেহরির জন্য উঠেছিলাম। আমি তখন আশিস নেহরার একটি ম্যাসেজ পেলাম। লিখা ছিল 'খান সাহেব তৈরি হয়ে যান, আপনাকে নেতৃত্ব দিতে হবে। হার্দিক সম্ভবত খেলতে পারবে না কারণ সে অসুস্থ।' আমি চাপ এবং উত্তেজনা দুটোই অনুভব করছিলাম। এটা স্বপ্নের মতো ছিল।'


এক সময় আফগানস্তানের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন রশিদ। তবে আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা ছিল রশিদের। টসের সময় কী বলবেন সেই কথা ভেবে দুই চোখের পাতা এক করতে পারছিলেন না তিনি। এবার সেই সময়ের কথাই স্মৃতিচারণ করলেন রশিদ।

তিনি বলেন, 'আমি আফগানিস্তান থেকে এসেছি। কারণ আমি ভারতে আইপিএলের একটি দলের নেতৃত্বে থাকবো। যেই মুহূর্তে আমি ঘুমিয়ে পড়তে চেয়েছিলাম তখনই সবকিছু যেন চোখে ভাসছিল। আমি ভাবছিলাম টসের সময় কী কী বলব। যদিও আগে আমি আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আইপিএলে নেতৃত্ব দেয়া ভিন্ন অভিজ্ঞতা।'

এবারের আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে একটি ম্যাচে গুজরাটকে নেতৃত্ব দিয়েছেন রশিদ। হ্যাটট্রিক করেও এই ম্যাচে গুজরাটকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষ করেছিলেন ৩৭ রানে ৩ উইকেট নিয়ে। শেষ ওভারে রিঙ্কু সিংয়ের অয়াচ ছক্কায় গুজরাট ম্যাচ হেরে যায় ৩ উইকেটে।

সর্বশেষ

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শান্ত-মিরাজের দিকে চোখ রাখতে বলছেন হার্শা

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

নেদারল্যান্ডসের বিপক্ষেও হারতে পারে পাকিস্তান: নাসের

৩ অক্টোবর, মঙ্গলবার, ২০২৩

শুধু বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকুক ওয়ানডে ক্রিকেট, চাওয়া এমসিসি সভাপতির

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ডি কক-রাবাদাদের ‘চোকার’ তকমা ঘুচানোর আরেকটি মিশন

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ভারতের মেরুদণ্ড গিল-কোহলি, হবে কী ২০১১ এর পুনরাবৃত্তি?

২ অক্টোবর, সোমবার, ২০২৩

প্রথম ম্যাচে খেলার জন্য ‘শতভাগ ফিট’ সাকিব

২ অক্টোবর, সোমবার, ২০২৩

অলরাউন্ডাররাই ভরসা অস্ট্রেলিয়ার, লক্ষ্য ষষ্ঠ শিরোপার

২ অক্টোবর, সোমবার, ২০২৩

ফিল্ডিংয়ে হতাশা দিয়ে প্রস্তুতি শেষ বাংলাদেশের

২ অক্টোবর, সোমবার, ২০২৩

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ মালয়েশিয়া

২ অক্টোবর, সোমবার, ২০২৩

বাবরকে সাহসী হতে বলছেন আফ্রিদি

আর্কাইভ

বিজ্ঞাপন