বাংলাদেশের বিপক্ষে হার বিশ্ব ক্রিকেটের জন্য ভালো: টেলর

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান, সাম্প্রতিক ফর্ম কিংবা র‌্যাঙ্কিং, সবদিক থেকেই নিউজিল্যান্ডের চেয়ে ঢের পিছিয়ে ছিল বাংলাদেশ। তবুও টাইগারদের বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারতে হয়েছে টেস্টের চ্যাম্পিয়নদের। বাংলাদেশের বিপক্ষে এমন হার বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো বলে মনে করেন রস টেলর।


নিউজিল্যান্ড যেকোনো সফরকারী দলের জন্যই কঠিন জায়গা। বিশেষ করে উপমহাদেশের দলগুলোকে সবচেয়ে বেশি ভুগতে হয়। ২০১১ সালে পাকিস্তানের জয়ের পর গত ১০ বছরে কিউইদের মাটিতে জিততে পারেনি উপমহাদেশের কোনো দল। 


নিউজিল্যান্ডকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে এশিয়ানদের সেই আক্ষেপ ঘুচিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে জয়ের জন্য মাত্র ৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা বাংলাদেশ যেকোনো সংস্করণে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে জয় তুলে নিয়েছে।


promotional_ad

এর আগে কিউইদের ডেরায় সব সংস্করণ মিলে টানা ৩২ ম্যাচ হেরেছে বাংলাদেশ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপজয়ীদের এমন হারে খানিকটা বিস্মিত হয়েছে পুরো বিশ্ব। তবে মাউন্ট মঙ্গানুই টেস্টে ফলাফলকে নীতিবাচক হিসেবে দেখছেন না টেলর।


৩৭ বছর বয়সী অভিজ্ঞ এই ব্যাটার বলেন, ‘আপনি যদি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেখেন তবে আমি মনে করি এটি বিশ্ব ক্রিকেটের জন্যই ভালো। বাংলাদেশ ক্রিকেট এবং টেস্ট ক্রিকেটের জন্য অনেক গর্বিত ইতিহাসের গর্বিত জাতি। আমি মনে করি না যে এটি খারাপ ফলাফল ছিল।’


মাউন্ট মঙ্গানুইতে পুরো পাঁচদিন জুড়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং, সব জায়গাতেই আধিপত্য বিস্তার করেছে টাইগাররা। সফরকারীদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারায় হতাশ টেলর। সেই সঙ্গে টেস্ট টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও উন্নতি করতে হতে হবে বলে মনে করেন তিনি।


টেলর বলেন, ‘অবশ্যই, আমরা হতাশ হয়েছিলাম যে আমরা একটুও প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। পুরোটা সময়ই আমরা ম্যাচের বাইরে ছিলাম। কিন্তু আমি মনে করি টেস্ট ক্রিকেট টিকে থাকতে হলে বাংলাদেশকে আরও উন্নতি করতে হবে।’


নিউজিল্যান্ডের বিপক্ষে জয় সামনের দিনগুলোতে বাংলাদেশকে আরও আত্মবিশ্বাস দেবে বলে মনে করেন টেলর। তিনি বলেন, ‘এই জয় থেকে ওরা অনেক আত্মবিশ্বাস পাবে, শুধু এই সফরের জন্য নয়, আগামী কয়েক বছরে নিজেদের সব সফরের জন্যই আত্মবিশ্বাসী হবে ওরা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball