শুভাগতর অর্ধশতক, লিড বাড়াচ্ছে ঢাকা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা মেট্রো প্রথম ইনিংসঃ ৫৯/৮ ডিঃ (২৯.৩ ওভার); (আশরাফুল ১৪; সালাউদ্দিন শাকিল ৪/১৫)
ঢাকা বিভাগ প্রথম ইনিংসঃ ২৪১/৩* (৭৩ ওভার); (শুভাগত ৬১*, তাইবুর ২৫*; অনিক ২/৫২)
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডে ঢাকা ডার্বিতে প্রথম দিনই সবাইকে অবাক করে মাত্র ৫৯ রানে ইনিংস ঘোষণা করে ঢাকা মেট্রো। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টসে পরাজিত হয়ে ২৯.৩ ওভার খেলে ঢাকা বিভাগকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা মেট্রো।
শুভাগতের অর্ধশতকঃ মঙ্গলবার দ্বিতীয় দিন ব্যাটিং করছে ঢাকা মেট্রো। দিনের শুরুতেই নিজের ব্যক্তিগত অর্ধশতক হাঁকিয়ে নেন শুভাগত হোম। ৭২ বলে ৬১ রান করে উইকেটে আছেন তিনি। তাঁর সাথে সঙ্গ দিচ্ছেন তাইবুর রহমান (২৭)। বর্তমানে তাঁদের লিড দাঁড়িয়েছে ১৮২ রানের।

ঢাকা বিভাগের প্রথম ইনিংসঃ
মেট্রোর ইনিংস ঘোষণার পর গতকালই (সোমবার) নিজেদের প্রথম ইনিংস ব্যাট করতে মাঠে নামে ঢাকা বিভাগ। ৫৩ ওভারে তিন উইকেট হারিয়ে ১৬৭ রান নিয়ে প্রথম দিন শেষ করে ঢাকা। রনি তালুকার ৮৬ রান এবং সাইফ হাসান ৪৯ রান করে আউট হন। শুভাগত ৯ এবং তাইবুর ৪ রান নিয়ে অপরাজিত থেকে দিন শেষ করেছিলেন।
ঢাকা মেট্রোর প্রথম ইনিংসঃ
দিনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে মেট্রো। নিয়মিত বিরতিতে ঢাকা বিভাগের বোলারদের উইকেট বিলাতে থাকে দলটি। মাত্র তিন জন ব্যাটসম্যান দুই অংকের ঘরে রান নিতে সক্ষম হয়েছিলেন।
শামসুর রহমান (১১), মোহাম্মদ আশরাফুল (১৪), সৈকত আলি (১০) এই তিনেই ভর করে আট উইকেট হারিয়ে ৫৯ রানে ইনিংস ঘোষণা করে দলটি। ঢাকা বিভাগের হয়ে আগুনঝরা বোলিংয়ে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন সালাউদ্দিন শাকিল।
তাছাড়া, সুমন খান ৩২ রান খরচে নিয়েছেন ৩ টি উইকেট। মোশাররফ হোসেন রুবেলের ঝুলিতে গেছে ১ টি উইকেট।
ঢাকা মেট্রো একাদশঃ
মার্শাল আইয়ুব, মোহাম্মদ আশরাফুল, শামসুর রহমান, আরাফাত সানি, সৈকত আলি, শাদমান ইসলাম, আসিফ হাসান, শহিদুল ইসলাম, কাজি অনিক, মোহাম্মদ নাইম, জাবিদ হোসেন।
ঢাকা বিভাগ একাদশঃ
রকিবুল হাসান, শুভাগত হোম, রনি তালুকদার, নাদিফ চৌধুরি, মোশাররফ রুবেল, তাইবুর রহমান, সাইফ হাসান, শাকিল হোসেন, আব্দুল মজিদ, সালাউদ্দিন শাকিল, সুমন খান।