বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ

শান্ত-সাকিবরা পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন বিশ্বাস সৌম্যর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
Publish Date: 23:09 Friday, May 10, 2024

|| ডেস্ক রিপোর্ট ||

চট্টগ্রামে টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে এসেছে বাংলাদেশ। শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানে জিতে হোয়াইটওয়াশের পথে আরও এগিয়ে গেছে টাইগাররা। এই জয়ে তৃপ্তির চেয়ে অতৃপ্তিই বেশি থাকবে নাজমুল হোসেন শান্তদের।

কারণ এই ম্যাচে আগে ব্যাটিং করতে নেমে অবিশ্বাস্য শুরু পেয়েছিল বাংলাদেশ। ওপেনিং জুটিতে সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম তুলেছিলেন ১০১ রান। এরপর বাকি ৪২ রানের মধ্যে বাংলাদেশ ৯ উইকেট হারিয়ে অল আউট হয়ে গেছে ১৪৩ রানে। নাটকীয় ধস না হলে বাংলাদেশ এই ম্যাচে বড় একটা সংগ্রহ গড়তে পারত।

সদ্যই ইনজুরি থেকে ফেরা ব্যাটার সৌম্য ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলেছেন। আর তানজিদ ৩৭ বলে ৫২ করে আউট হয়েছেন। এরপর তাওহীদ হৃদয়ের ১২ রান ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ম্যাচ শেষে  সৌম্য জানিয়েছেন প্রত্যেক ম্যাচে তো জয় পাওয়া সম্ভব নয়।

আগের ম্যাচে মিডল অর্ডার ব্যাটারদের ভালো ব্যাটিংয়ের উদাহরণ টেনে সৌম্য বলেছেন, 'প্রত্যেক ম্যাচে তো সবাই ভালো করবে না। গত ম্যাচগুলোতে ওরাই (মিডল-অর্ডার) তো ভালো করেছে। তো একদিন ওদের হতেই পারে। এটা নিয়ে কিছু না। ওরা পরের ম্যাচেই আবার ঘুরে দাঁড়াবে।'

শুরুতে এই উইকেটে ১৭০-১৮০ রান করা সম্ভব মনে হলেও পরে উইকেটের গতি কমে আসছিল। ফলে নতুন যারা ব্যাটিংয়ে নেমেছেন প্রত্যেকেই চ্যালেঞ্জের মুখে পড়েছেন। শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে গিয়েই বাংলাদেশের অন্য ব্যাটাররা ভুল করেছেন বলে ধারণা সৌম্যর। 

এ প্রসঙ্গে ওপেনিং ব্যাটার বলেন, 'প্রথম দিকে আমি ও (তানজিদ হাসান) তামিম যখন ব্যাটিং করছিলাম, একটু ভালো ছিল। নতুন বলটা ভালো ব্যাটে আসছিল। বলটা পুরোনো হওয়ার পর ডাবল-পেসড হচ্ছিল, উঁচু নিচু হচ্ছিল। প্রথম দিকে হয়তোবা সবাই ভুলটা করেছে...'

'আমরা বলেছি শুরুর দিকে আমাদের দেখে মনে হয়েছিল উইকেটটা হয়তো ১৭০-১৮০ রানে। বলটা যখন পুরোনো হয়েছে, গতি কমে আসছিল। এটা হয়তো সবাই গিয়ে দ্রুত আক্রমণে চলে গেছে, (শুরুর) ওই ছন্দে খেলতে যেয়ে হয়তো তারা ভুলটা করেছে।'

টি-টোয়েন্টিতে যেকোনো কিছু সম্ভব। সেই উদাহরণ দিয়েই সৌম্য বলেন, 'টি-টোয়েন্টিতে প্রতি বলেই পরিস্থিতি বদলে যেতে পারে। তামিম ও আমি যেভাবে খেলছিলাম, ৭-৮ বলের মধ্যে মনে হয় আমরা আউট হয়েছিলাম। ওই সময় যেয়ে তাওহিদ কিন্তু অমন ব্যাটিংই করে। আজকে হয়তো ওর ওই শটটা ছক্কা হয়নি। ওই সময়টা স্পিনাররা যখন বল করছিল, ভালো বোলিং করছিল।'