ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট
প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিততে ১৮২ রান তাড়া করতে হতো হোবার্ট হারিকেন্সকে। খেলাটা ফাইনাল হওয়ায় কাজটা একেবারেই সহজ ছিল না তাদের জন্য। তবে সেটাকে একেবারে মামূলি টার্গেট বানিয়েছেন মিচেল ওয়েন। ৯ ওভার শেষে হোবার্টের রান যখন ২ উইকেটে ১১৮ রান তখন ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়েন। ১০ম ওভারে ওয়েন ব্যাটিংয়ের শুরুটা করলেন তানভীর সাঙ্গার শর্ট ডেলিভারিতে ছক্কা মেরে।
27 Jan 25,
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক