promotional_ad

ওয়েনের সেঞ্চুরিতে বিগ ব্যাশে প্রথমবার চ্যাম্পিয়ন হোবার্ট

সেঞ্চুরি করে হোবার্ট হারিকেন্সের জয়ের নায়ক মিচেল ওয়েন
প্রথমবারের মতো বিগ ব্যাশের শিরোপা জিততে ১৮২ রান তাড়া করতে হতো হোবার্ট হারিকেন্সকে। খেলাটা ফাইনাল হওয়ায় কাজটা একেবারেই সহজ ছিল না তাদের জন্য। তবে সেটাকে একেবারে মামূলি টার্গেট বানিয়েছেন মিচেল ওয়েন। ৯ ওভার শেষে হোবার্টের রান যখন ২ উইকেটে ১১৮ রান তখন ৮৮ রানে অপরাজিত ছিলেন ওয়েন। ১০ম ওভারে ওয়েন ব্যাটিংয়ের শুরুটা করলেন তানভীর সাঙ্গার শর্ট ডেলিভারিতে ছক্কা মেরে।

promotional_ad

পরের বল ডট দিলেও তৃতীয় বলে ডিপ স্কয়ার দিয়ে চার মেরে ডানহাতি ব্যাটার পৌঁঁছে যান ৯৮ রানে। সেঞ্চুরি পেতে তানভীরের পরের বলটা ওয়েন ঠেলে দিলেন ডিপ মিড উইকেটে। দৌড়ে ‍২ রান নিয়ে মাত্র ৩৯ বলে সেঞ্চুরি পূরণ করে উদযাপনে মেতে উঠলেন ২৩ বছর বয়সী ব্যাটার। বিগ ব্যাশের ফাইনালে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটা নিজের করে নিলেন তিনি। পাশাপাশি হোবার্টের দ্রুততম সেঞ্চুরিয়ানও হয়েছেন ওয়েন। 


আরো পড়ুন

বিগ ব্যাশে আসছে নতুন নিয়ম, একসঙ্গে আউট করা যাবে দুই ব্যাটারকে!

২৪ জানুয়ারি ২৫
বিগ ব্যাশের ৮ দলের অধিনায়ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

ক্রেইগ সিমন্সকে ছুঁয়ে বিগ ব্যাশের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির তালিকায় উঠে এসেছেন তিনি। পরের ওভারেই অবশ্য টম অ্যান্ড্রিউসের আউট হয়েছেন ১০৮ রানের ইনিংস খেলে। ঘরের মাঠে ওয়েনের এমন সেঞ্চুরিই এগিয়ে দিয়েছে হোবার্টকে। ১৪ বছরে প্রথমবারের মতো বিগ ব্যাশের চ্যাম্পিয়ন হতে খুব বেশি কিছু করতে হতো না তাদের। বেন ম্যাকডরমট ও ম্যাথু ওয়েডের ব্যাটে ৩৫ বল বাকি থাকতেই সিডনি থান্ডারের বিপক্ষে ৭ উইকেটের জয় তুলে নিয়েছে হোবার্ট।


জয়ের জন্য ১৮২ রান তাড়ায় শুরু থেকেই আক্রমণাত্বক ছিলেন হোবার্টের দুই ওপেনার ওয়েন এবং ক্যালেব জেয়েল। ইনিংসের প্রথম ওভারেই ২৩ রান এনেছেন তারা দুজন। প্রথম ওভারেই চার ও ছক্কা মেরেছেন হোবার্টের ওপেনাররা। মাত্র ২.৩ ওভারে দলের রান পঞ্চাশ করেছে হোবার্ট। থার্ডম্যান দিয়ে চার মেরে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৬ বলে হাফ সেঞ্চুরি করেছেন ওয়েন। বিগ ব্যাশের ইতিহাসে ফাইনালে এটিই দ্রুততম হাফ সেঞ্চুরি। 



promotional_ad

পাওয়ার প্লেতে থান্ডারের বোলারদের উপর রীতিমতো তাণ্ডব চালিয়েছেন হোবার্টের ওপেনাররা। বিনা উইকেটে ৯৮ রান তুলে জয়ের ভিতটা গড়ে দেন তারা। পাওয়ার প্লে শেষ হওয়ার পরের বলে তিন রান নিয়ে দলের রান একশ পূরণ করেছেন ওয়েন। অর্থাৎ ৩৭ বলে একশ ছুঁয়েছে হোবার্ট। পরের ওভারে এসে প্রতিপক্ষের উদ্বোধনী জুটি ভাঙেন থান্ডারের তানভীর। 


আরো পড়ুন

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া সিডল

৬ ঘন্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন ৭৯২ উইকেট নেয়া পিটার সিডল, ফাইল ফটো

ডানহাতি লেগ স্পিনারের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়েছেন জেয়েল। বাঁহাতি ওপেনারকে ফিরতে হয় ১২ বলে ১৩ রানে। একই ওভারের পঞ্চম বলে টপ এজ হয়ে আউট হয়েছেন নিখিল চৌধুরি। দ্রুত ২ উইকেট হারালেও বিপাকে পড়তে হয়নি হোবার্টকে। ১০৮ রান করা ওয়েন ফেরার পর তাদের জয় নিশ্চিত করেছেন ম্যাকডরমট এবং ওয়েড। ৭ উইকেটের জয়ের দিনে ম্যাকডরমট ১৮ এবং ওয়েড অপরাজিত ছিলেন ৩২ রানে। 


এর আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮২ রানের পুঁজি গড়ে থান্ডার। উদ্বোধনী জুটিতে ৯৭ রান তুলেছিলেন ওয়ার্নার ও জেসন সাঙ্গা। হাফ সেঞ্চুরির আগে ওয়ার্নার ৪৮ রানে ফিরলেও আরেক ওপেনার জেসন ৬৭ রান করেছেন। বাকিদের মাঝে ওলিভার ডেভিস ২৬, ম্যাথু গিলকিস ২০ রান করেছেন। হোবার্টের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন ন্যাথান এলিস ও রাইলি মেরেডিথ।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball