এলপিএল
অধিনায়ক হলেন আফ্রিদি

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। আসন্ন এই টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়কত্ব করার কথা ছিল তাঁর।
সরফরাজ টুর্নামেন্ট থেকে সরে যাওয়ায় শহীদ আফ্রিদিকে দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। একই সঙ্গে দলের সহ-অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে ভানুকা রাজাপাকসের।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে গল গ্ল্যাডিয়েটর্স।
বিবৃতিতে বলা হয়েছে, 'আশা করা যাচ্ছে ২৩ নভেম্বর শহীদ আফ্রিদি শ্রীলঙ্কা এসে পৌছাবেন। তিন দিনের কোয়ারেন্টাইন শেষ করে ২৭ নভেম্বর প্রথম ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবেন।'
এদিকে কাঁধের ইনজুরিতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন আরেক পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলও। এর আগে এই চোটের কারণে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এবং কায়েদ-ই-আজম ট্রফিতেও খেলতে পারেননি তিনি।
২৩ ম্যাচের এই টুর্নামেন্টটি আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে। ডিসেম্বরের ১৭ তারিখ পর্দা নামবে টুর্নামেন্টটির।