ইডেন গার্ডেনসে বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জ

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনার বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরেছে ভারত। ক্রিকেটে ফিরলেও এখনও ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পারেনি দেশটি। তবে বিরতি কাটিয়ে অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দেশটি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের মধ্য দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী দেশটি।
জৈব সুরক্ষিত পরিবেশে ইডেন গার্ডেনসে ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি।

প্রতিটি দলে থাকছেন ১৫ জন করে খেলোয়াড়। এর ভেতর ৭ জন খেলোয়াড় আগের দলেই রয়েছেন। আর বাকি ৮ জন খেলোয়াড়কে দলগুলো খসড়ার মাধ্যমে ভেড়ানো হয়েছে।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে ম্যাচ খেলবে। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলা হবে ৩৩টি ম্যাচ। আশা করা যাচ্ছে শনিবার টুর্নামেন্টটির চূড়ান্ত সূচী ঘোষণা করা হবে।
চূড়ান্ত সূচী প্রকাশিত না হলেও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ক্যাব) পক্ষে থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচই হবে রাতে। বরাবরের মতো এবারও থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি।
বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, 'টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসের ফ্লাডলাইটের আলোতে। সকল খেলোয়াড়, কোচ এবং ম্যাচ অফিসিয়ালকে জৈব বলয়ে থাকতে হবে পুরো টুর্নামেন্ট জুড়ে।'