এলপিএলে থাকছেন না সরফরাজ, মালিঙ্গা-গেইলকে নিয়ে শঙ্কা

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়ায়নি। কিন্তু এর আগেই একের পর এক বাঁধায় জর্জরিত হচ্ছে টুর্নামেন্টটি। করোনার কারণে কয়েকদফায় পেছানোর পর সূচী চূড়ান্ত হয়ে গেলেও সহসাই কাটছে না শনির দশা। কেননা আসন্ন এই টুর্নামেন্টে থাকছেন না বেশ ক'জন তারকা ক্রিকেটার।
এলপিএলের উদ্বোধনী আসরে খেলা খেলা হচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার সরফরাজ আহমেদের। আসন্ন এই টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলার কারণে টুর্নামেন্টে অংশ নেয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তাঁর। একই সঙ্গে খেলা অনিশ্চিত সরফরাজ সতীর্থ ওয়াহাব রিয়েজেরও।

এদিকে এলপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। সেই সঙ্গে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইলের।
পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসও তাদের জাতীয় দলের সাথে প্রতিশ্রুতির কারণে টুর্নামেন্ট থেকে সরে এসেছেন বলে জানা গেছে।
সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আসন্ন এই টুর্নামেন্টে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের সাবেক পেসার লিয়াম প্ল্যাঙ্কেটও। অপরদিকে কলম্বো কিংসের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ডেভ হোয়াটমোর। তাঁর পরিবর্তে কোচের ভূমিকায় যোগ দিতে পারেন সাবেক ইংলিশ পেসার কবির আলী।
এর আগে করোনা মহামারির কারণে ২৮ আগস্টে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি ২০ সেপ্টেম্বরে পিছিয়ে দেয়া হয়। পরে আবার সেটি পিছিয়ে ২৬ নভেম্বর ঠিক করে সূচী চূড়ান্ত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।