স্মিথ ফেরায় অস্ট্রেলিয়ার শক্তি বাড়বে: পূজারা

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে ভারত। সেবার ৭১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল কোহলি-পূজারারা। সেই সিরিজে নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে নির্বাসিত থাকায় দলে ছিলেন না অস্ট্রেলিয়ার ভরসাবান দুই ব্যাটসম্যান; স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার।
স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের বোলিং তোপে নাজেহাল হয়ে পড়েছিলেন অজি ব্যাটসম্যানরা। চার ম্যাচের অ্যালান বোর্ডার সিরিজটি ভারত জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে।

তবে গেল বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ওয়ার্নার-স্মিথ। রয়েছেন ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দলেও। প্রতিপক্ষ দলে সময়ের সেরা এই দুই ব্যাটসম্যানের উপস্থিতি সিরিজকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা।
পূজারা বলেন, '২০১৮-১৯ মৌসুমে ওদের (অস্ট্রেলিয়ার) যে ব্যাটিং লাইন-আপ ছিল, তার চেয়ে অবশ্যই শক্তি বাড়বে স্মিথরা ফেরায়। কিন্তু এটাও তো আমরা সকলে জানি যে, কোনো জয়ই সহজে আসে না। দেশের বাইরে সিরিজ জিততে গেলে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে।'
স্মিথ-ওয়ার্নারদের সমীহ করলেও নিজেদের বোলিং ডিপার্টমেন্টের ওপর ভরসা ওপর আস্থা রাখছেন ভারতের এই ব্যাটসম্যান। অজি এই দুই তারকাকে খুব দ্রুতই ফেরাতে পারবে ভারতীয় বোলাররা, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন পূজারা।
এ প্রসঙ্গে পূজারা বলেন 'কোনও সন্দেহ নেই, স্মিথ, ওয়ার্নার এবং ল্যাবুশেন দারুণ ব্যাটসম্যান। কিন্তু আমাদের বোলাররা জানে অস্ট্রেলিয়ার পরিবেশে কিভাবে বল করা দরকার। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে সফল হয়ে এসেছে ওরা। সব হিসেব ওদের জানা আছে। আর যদি পরিকল্পনামাফিক চলা যায়, স্মিথ-ওয়ার্নারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে।'