বরিশালের হয়ে ভালো খেলতে প্রত্যয়ী আফিফ

ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
চলতি মাসের ২৪ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৫ দলের আসন্ন এই টুর্নামেন্টে ভালো করতে বেশ আত্মপ্রত্যয়ী উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব।
বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় অলরাউন্ডার ধরা হয় আফিফকে। বাঁহাতি মারকুটে এই ব্যাটসম্যান তাঁর ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে ডান হাতের ঘূর্ণি দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন সকলের। সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপের শুরুতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। যদিও পরে মাহামুদউল্লাহ একাদশের বিপক্ষে ৯৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন এই ২১ বছর বয়সী অলরাউন্ডার।

বিপিএলের আদলে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফিফ। প্রথমবার বরিশালের হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। এমনকি এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ভালো খেলতেও বেশ আশাবাদী খুলনায় জন্ম নেয়া এই তরুণ।
সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় আফিফ বলেন, 'ফরচুন বরিশাল নতুন একটি টিম, আমি খুবই এক্সসাইটেড। প্রথমবারের মত এই টিমে খেলছি। তো আশা করি এই টিমের জন্য ভালো কিছু করতে পারব। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন।'
২০১৭ সাল থেকে বিপিএলে নেই বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আবারো ফিরছে তারা। তাই নিজের সেরাটা দিয়ে এই ফ্রঞ্জাইটির হয়ে সর্বোচ্চ পারফর্ম করতে চান আফিফ। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি।
এ বিষয়ে তিনি আরো বলেন, 'ফরচুন বরিশাল আসলে অনেকদিন পর এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসছে। তো আশা থাকবে ফরচুন বরিশালের হয়ে অনেক ভালো কিছু করার। নিজের বেস্ট পারফর্মটা করে যাতে ফরচুন বরিশালের জন্য ভালো কিছু করতে পারি সেই আশা থাকবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।'