খেলার কথা বিশ্বকাপে, কিন্তু এখন ডেলিভারি ম্যান

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা মহামারিতে বদলে গেছে অনেক কিছুই। স্থবির হয়ে গেছে মানুষের জীবন। অদৃশ্য এই ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়ে গেছে বিভিন্ন সিরিজ, এমনকি বিশ্বকাপও।
সবকিছু ঠিকঠাক থাকলে এখন ক্রিকেট প্রেমিদের নজর থাকতো অস্ট্রেলিয়ায়। সেখানে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হতো যেটির ফাইনাল। কিন্তু করোনা স্থগিত করে দিয়েছে টুর্নামেন্টটিকে।

এই বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল নেদারল্যান্ডেরও। দলের হয়ে খেলার জোর সম্ভাবনা ছিল পেস বোলার পল ভ্যান ম্যাকরানের। কিন্তু বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় আর তাঁর খেলা হয়নি। বর্তমানে তিনি উবার ইটসের খাবার পৌঁছে দিচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে।
নিজের সেই আক্ষেপের কথা পল জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক টুইটারের রিটুইটে তিনি জানিয়েছেন খরচ যোগাতে এখন তাকে উবার ইটসের খাবার পৌঁছে দিতে হচ্ছে মানুষের বাসায়।
তিনি লিখেন, 'আজ হয়তো ক্রিকেট মাঠে খেলতাম হাসিমুখে। এখন এই শীতের মাসে কান্না মুখে উভার ইটসের খাবার পৌঁছে দিতে হচ্ছে মানুষের বাসায়। জিনিসগুলো যেভাবে বদলে যায় সেটা সত্যিই মজার। এটা মজার কিভাবে সবকিছু বদলে যায়। মানুষের দিকে তাকিয়ে হাসতে হবে। চোখের ভাষায়ও হাসি লেগে থাকতে হবে।'
এখন পর্যন্ত নেদারল্যান্ডের হয়ে ৫ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন পল। বল হাতে ওয়ানডেতে নিয়েছেন ৪টি উইকেট, টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৪৭টি।