উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ
ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রেসিডেন্টস কাপের সফল আয়োজনের পর আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। পাঁচ দলের এই টুর্নামেন্টে ইতিমধ্যে প্লেয়ার ড্রাফট সম্পন্ন হয়েছে। যেখানে দলগুলো নিজেদের পছন্দমত খেলোয়াড় কিনে নেয়ার সুযোগ পেয়েছিল। বাকি ছিল শুধু এই টুর্নামেন্টে ম্যাচগুলোর সূচি নির্ধারণ করা। আবশেষে আজ ১৪ নভেম্বর বঙ্গবন্ধু কাপের সূচি চূড়ান্ত করেছে বোর্ড।
সূচি নির্ধারণ করলেও আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে থাকছে না কোন উদ্বোধনী অনুষ্ঠান। ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত। রাউন্ড রবিন লিগের মাধ্যমে খেলা এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর। এমনটাই জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, 'আনুষ্ঠানিকভাবে আমাদের কোন উদ্বোধনী অনুষ্ঠান নেই কারণ বর্তমান করোনা পরিস্থিতি। ২৪ নভেম্বর থেকে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে, প্রথম খেলা শুরু হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে। ১৮ ডিসেম্বর ফাইনাল, ১৯ ডিসেম্বর রিজার্ভ ডে রাখা হয়েছে। এলিমিনেটর, কোয়ালিফাইং আগের মতই থাকবে।'
এদিকে গতকাল (১৩ নভেম্বর) বাংলাদেশ বনাম নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে আবারো বাংলাদেশের ফুটবল মাঠে ফিরেছে। করোনা ভিতি নিয়েও কয়েক হাজার দর্শক এই খেলা উপভোগ করার সুযোগ পেয়েছিলেন।
তবে করোনার কারনেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দর্শকদের স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি দিচ্ছে না বিসিবি। তাই দর্শকশূন্য মাঠেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।
এ প্রসঙ্গে জালাল ইউনুস জানান, 'আপনাদের কি মনে হয়? এটা কি কোভিড পরিস্থিতে ভালো হল? জানি এটা আবেগের ব্যাপার। অনেকদিন পর ফুটবল খেলা শুরু হয়েছে সেখানে দর্শক এসেছে। কিন্তু আমরা দর্শক ও বাকি সবার কথা চিন্তা করে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ করার আনুমতি দেব না। এটাই আমাদের পরিকল্পনা তাই দর্শকশূন্য মাঠ থাকবে।'