বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচী
ছবি- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের সূচী চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচের মধ্য দিয়ে ২৪ নভেম্বর আনুষ্ঠানিকভাবে পর্দা উঠতে যাচ্ছে টুর্নামেন্টটির। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ফরচুন বরিশাল এবং জেমকন খুলনা।
আসন্ন এই টি-টোয়েন্টি কাপে ফাইনাল সহ অনুষ্ঠিত হবে মোট ২৪টি ম্যাচ। ১৫ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টটির। প্রতিদিন হবে দুটি করে ম্যাচ। দিনের প্রথম ম্যাচ শুক্রবার ব্যতিত শুরু হবে বেলা দেড় টায় এবং দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ছয়টায়।

শুক্রবার প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বেলা দুইটায় এবং পরবর্তি ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা ৭টায়। ফাইনালের রিজার্ভ ডে নির্ধারণ করা হয়েছে ১৯ ডিসেম্বর। এর আগে টুর্নামেন্টকে সামনে রেখে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছিল গেল বৃহস্পতিবার (১২ নভেম্বর)।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের পূর্ণাঙ্গ সূচী