ম্যাক্সওয়েল ১০ কোটি রুপির চিয়ারলিডার!
ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল, খেলোয়াড় এবং ম্যাচগুলোতে হাস্যরসাত্মক দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে টুর্নামেন্ট জুড়েই বেশ আলোচিত ছিলেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ। টুর্নামেন্ট শেষ হয়ে গেলেও শেষ হয়নি তাঁর সমালোচনা। একেবারে ঝুলি খুলে বসেছেন যেন তিনি।
এরই ধারাবাহিকতায় এবারে শেবাগ প্রকাশ করলেন আইপিএলের ১৩তম আসরের পুরোপরি ব্যর্থ পাঁচ ক্রিকেটারের তালিকা। শেবাগের এই তালিকায় জায়গা করে নিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অ্যারন ফিঞ্চ ও ডেল স্টেইন, কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল, কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেল এবং চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন।
হাস্যরসাত্মকভাবে এই পাঁচ ক্রিকেটারকে একেবারে ধুয়ে দিয়েছেন সাবেক এই ওপেনার।

ফিঞ্চের প্রসঙ্গে শেবাগ বলেন, 'আমি অ্যারন ফিঞ্চকে আমার ডাকনাম দিয়েছিলাম এটা ভেবে যে সে ঠাকুর কোহলির জন্য ভিরু হবে। কিন্তু বেঙ্গালুরুর অভিশাপ তাঁর এমন ভাবেই লেগেছে যে এই মৌসুমে তাঁর ব্যাটিং ইঞ্জিনই থেমে গেছে।'
'ডেল স্টেইনকে একটা সময় স্টেইন গান থেকে গুলি বেরোনোর মতো ভয় পেত সবাই। কিন্তু এই মৌসুমে আমরা তাঁকে পেয়েছি পাইপগান হিসেবে। সে যেভাবে মার খাচ্ছিলো তাতে আমি বেশ অবাকই হয়েছিলাম। তবে একটা বিষয় পরিষ্কার আপিএলের বাজারে তাঁর আর কোনো ক্রেতা থাকছে না।'
কলকাতার আন্দ্রে রাসেলের পারফরম্যান্স বিশ্লেষণে শেবাগ মন্তব্য করেন, 'আন্দ্রে রাসেলের পেশিগুলো এই আসরে অলস অবস্থায় ছিল এবং প্রতি ইনিংসে আমাদের আশা জাগিয়েও আবার ঘুম পাড়িয়ে দিয়েছিল। কারণ কলকাতা প্লে অফে জায়গা পায়নি।'
সদ্য শেষ হওয়া আসরে একেবারেই অনুজ্জ্বল ছিলেন চেন্নাই সুপার কিংসের শেন ওয়াটসন। চেন্নাই আইপিএল থেকে বিদায় নেওয়ার পরপরই ক্রিকেটকেই বিদায় জানিয়ে দিয়েছেন এই অস্ট্রেলিয়ান তারকা খেলোয়াড়। তাঁকেও ছাড়েননি শেবাগ।
ওয়াটসনের প্রসঙ্গে শেবাগ বলেন, 'চেন্নাই ভক্ত এবং আমাদের এই ডিজেল ইঞ্জিন থেকে উচ্চ আশা ছিল। কিন্তু এই মৌসুমে, অনেক কিক স্টার্ট দেওয়ার পরও তা সঠিকভাবে চালু হয়নি এবং মৌসুম শেষ হওয়ার সাথে সাথে তিনি বলেছিলেন যে গাড়িটি আর টানা যাবে না এবং অবসর নেওয়া হবে।'
তবে এসব কিছুই ছাপিয়ে গেছে কিংস ইলেভেন পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েলকে করা মন্তব্য। হার্ড হিটার হিসেবে এই অজি ব্যাটসম্যানের বিশ্বজোড়া সুনাম থাকলেও আইপিএলে এসে তিনি যেন নিজেকে হারিয়ে ফেলেন। সেই ধারা অব্যাহত ছিল চলতি আসরেও।
ম্যাক্সওয়েলকে চিয়ারলিডার সম্বোধন করে শেবাগ বলেন, 'এই ১০ কোটি রুপির চিয়ারলিডার পাঞ্জাবের জন্য বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। গত কয়েকবছর ধরেই আইপিএলে নিজের রুটিন কাজ থেকে সরে আসছিলেন তিনি, কিন্তু চলতি বছর তো সেই রেকর্ডটিও ভেঙে দিলেন। আপনি এটাকে উচ্চ খরচের অবকাশযাপন বলতে পারেন।'