অবসরের সিদ্ধান্ত ধোনির ওপর ছেড়ে দেয়া উচিত: মোরে

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য শেষ হওয়া আসরে একেবারের নিষ্প্রভ ছিলেন চেন্নাই সুপার কিংসের দলপতি মহেন্দ্র সিং ধোনি। নিজের পারফরম্যান্স তো বটেই দলের পারফরম্যান্সের সমালোচনার মুখোমুখি হতে হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
কিন্তু তারপরও চেন্নাইয়ের কর্তৃপক্ষ ভরসা হারাচ্ছেন না এই অধিনায়কের ওপর থেকে। ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে যে আগামী আসরেও দলের দায়িত্বে থাকছেন ধোনি। এমনকি আইপিলের পরের আসরটিতেও খেলার ঘোষণা দিয়েছেন খোদ ধোনি নিজেই।
তবে ক্রিকেট মহলে বেশ কানাঘুষা চলছে ধোনির আইপিএলের আগামী আসরে খেলা নিয়ে। আলোচনা চলছে ক্রিকেট বোদ্ধাদের ভেতরও। তবে খেলা না খেলার এই বিষয়টি পুরোটাই ধোনির ওপর ছেড়ে দিচ্ছেন সাবেক ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান কিরণ মোরে।

মোরের মতে চেন্নাই দলপতির আইপিলের আগামী আসরে খেলা ঠিক হবে কিনা এটা তার একান্তই ব্যক্তিগত। বিষয়টি তার ওপরই ছেরে দেয়া উচিত বলে মনে করেন সাবেক এই ক্রিকেটার।
মোরে বলেন, 'শারীরিক ও মানসিক ভাবে ধোনি নিজে কেমন অনুভব করছে সেটা ওই জানে। ওর উপরই পরের আইপিএলে খেলার বিষয়টা নির্ভর করছে। ওর শরীর কি পরের আইপিএল খেলার ধকল নিতে পারবে? এই প্রশ্নের উত্তর সবচেয়ে ভাল ধোনিরই জানা।'
'আইপিএলকে বিদায় জানাবে কি না, তা ধোনিই ঠিক করবে। যদিও ধোনির কাছে বয়স নিছকই একটা সংখ্যা। ক্রিস গেইলের বয়স ৪১। আর ওতো দারুণ খেলছে। আমাদের সামনে গেইলই সবচেয়ে বড় উদাহরণ। আর ধোনির ক্ষমতায় সংশয় প্রকাশ করা একদম উচিত নয়। ও যদি খেলতে চায়, তবে খেলবে। তাই এই ব্যাপারটা ওর উপরই ছেড়ে দেওয়া ভাল।'
মোরে মনে করেন টুর্নামেন্টের একটি আসরে খারাপ খেলাটা স্বাভাবিক বিষয়। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন সদ্য শেষ হওয়া আসরের দুর্বলতাগুলো কাটিয়ে পরের আসরে দুর্দান্তভাবে ফিরের আসবে চেন্নাই।
সাবেক এই উইকেটরক্ষকের ভাষ্যমতে, একটা বছর খারাপ যেতেই পারে চেন্নাইয়ের। সিএসকে ৩বার চ্যাম্পিয়ন হয়েছে। তাই একটা বছর ভাল খেলতে না পারাকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ধোনি হল কিংবদন্তি। সেটা ভুললে চলবে না। তিন বার আইপিএল ট্রফি জেতা মস্ত বড় রেকর্ড। ওরা নিশ্চয়ই নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ফিরবে।