সূর্যকুমার ভারতের এবি ডি ভিলিয়ার্স!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এবি ডি ভিলিয়ার্স; বোলারদের জন্য এক ত্রাসের নাম। হোক সেটা স্পিন কিংবা পেস। সাবেক প্রোটিয়া এই ব্যাটসম্যানের সেরা দিনে বোলাররা যেন বল ফেলার জায়গা খুঁজে পান না। ভিলিয়ার্সের মতো আর কেউ কি আছে? কিংবা আদৌ কি কখনও আসবে?
তাঁর মতো কেউ আসবে কি আসবে না, সেই প্রশ্ন না হয় সময়ের হাতেই তোলা থাক। তবে ভারতের নতুন এক ডি ভিলিয়ার্সের সন্ধান পেয়েছেন হরভজন সিংহ। আনক্যাপড ক্রিকেটার সূর্যকুমার যাদবকে ভারতের এবি ডি ভিলিয়ার্স বলে আখ্যা দিয়েছেন এই স্পিনার।
গেল কয়েক মৌসুম ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত ফর্মে আছেন সূর্য্যকুমার। সদ্য শেষ হওয়া আইপিএলের এবারের আসরে ১৬ ম্যাচে ৪০ গড়ে ও ১৪৫.০১ স্ট্রাইকরেটে করেছেন ৪৮০ রান।

এছাড়া ২০১৮ ও ২০১৯ মৌসুমে যথাক্রমে ৫১২ ও ৪২৪ রান করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ব্যাটসম্যান। ইতোমধ্যে গৌতম গম্ভীর, টম মুডি, ইয়ান বিশপরা তাকে নিয়ে প্রশংসা করেছেন এবং তাদের আইপিএল সেরা একাদশে রেখেছেন।
হরভজন বলেন, ‘সন্দেহ নেই যে সূর্যকুমার যাদব নিজেকে গেম-চেঞ্জার থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ উইনার হিসেবে রূপান্তরিত করেছে। সে তাদের (মুম্বাই) ব্যাটিংয়ের অনেক দায়িত্ব নিয়েছিলেন। এমন হয় নয় যে সে ১০০ স্ট্রাইক রেটে খেলে, আপনি যদি তার স্ট্রাইক রেট দেখেন তবে সে প্রথম বল থেকেই মারতে শুরু করে।’
‘সবধরনের শট খেলতে পারায় তাকে থামানো কঠিন। সে কভারের উপর দিয়ে খেলে, সুইপও ভাল খেলে, খুব ভাল স্পিন খেলে, আশ্চর্যজনকভাবে পেস বোলিংটাও ভালো খেলে। সে ভারতের এবি ডি ভিলিয়ার্স।’
আইপিএলে দুর্দান্ত ব্যাটিং করেও অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা পাননি ডানহাতি এই ব্যাটসম্যান। তবে ৩০ বছর বয়সি এই ব্যাটসম্যানকে দলে নেয়া উচিত ছিল বলে মনে করেন হরভজন। তবে দলে সুযোগ পেতে খুব বেশি সময় তাকে অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছেন ৪০ বছর বয়সি এই স্পিনার।
তাঁর ভাষ্যমতে, ‘আমার মনে হয় তাকে ভারতীয় দলে নির্বাচিত করা উচিত ছিল। এটি এখন ঘটেনি তবে সে এটি থেকে খুব বেশি দূরে নয়। সে দারুণ একজন খেলোয়াড়। সূর্যকুমার যাদব যেভাবে ব্যাটিং করেছে, সে সবাইকে তাঁর দিকে আকৃষ্ট করেছে।’