ইনজুরি কাটিয়ে ফিরেছেন নিকোলস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগেই ক্রিকেটারদের ইনজুরির প্রকোপে নাজেহাল হয়ে পড়েছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্ল্যাঙ্কেট শিল্ডে খেলার সময় ইনজুরির শিকার হয়েছিলেন ম্যাট হেনরি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোম।
ইনজুরির লম্বা এই তালিকা অবশেষে কমতে শুরু করেছে। সিরিজকে সামনে রেখে ইনজুরি কাটিয়ে ফিরেছেন হেনরি নিকোলস। চলমান প্ল্যাঙ্কেট শিল্ডে দলে ফিরেছেন বাঁহাতি এই পেসার।

পেশির ইনজুরির কারণে প্ল্যাঙ্কেট শিল্ডে এখন পর্যন্ত একটি ম্যাচও খেলতে পারেননি নিকোলস। ইনজুরি কাটিয়ে ফেরায় ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের চতুর্থ পর্বে ওটাগো ভোল্টসের বিপক্ষে ম্যাচে তাঁকে দলে রেখেছে সেন্টারবেরি।
২৮ বছর বয়সি এই ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই নিউজিল্যান্ডের 'এ' দলের ১৬ জনের স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ নভেম্বর ইডেন পার্কে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ২৯ এবং ৩০ নভেম্বর মাঠে গড়াবে পরবর্তী দুই ম্যাচ। দুইটি ম্যাচই হবে ওভালে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুই দল। ৩ ডিসেম্বর থেকে হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট।