কোয়ারেন্টাইন শেষে মাঠে নামলেন তামিম

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্লে অফকে সামনে রেখে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার (১২ নভেম্বর) মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান্স। দুই দিনের কোয়ারেন্টাইন শেষ করে অনুশীলন ম্যাচে মাঠে নেমেছিলেন তামিম ইকবাল।
প্রস্তুতি ম্যাচে মুলতানের বিপক্ষে ২ উইকেটে হেরেছে তামিমের লাহোর। দল জয় না পেলেও দলের হয়ে ৩৮ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন টাইগার এই ওপেনার। লাহোরের ৭ উইকেটের খরচায় ১৫৭ রানের জবাবে ৮ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে মুলতান।

তামিমের সঙ্গে এই ম্যাচে মাঠে নেমেছিলেন দলের আরও তিন বিদেশী ক্রিকেটার; বেন ডাঙ্ক, ডেভিড ভিসা এবং সামিত প্যাটেল। এর ভেতর দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৩ বলে ৪৯ রানের ইনিংস খেলেন প্যাটেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান আসে তামিমের ব্যাট থেকে।
অপরদিকে মুলতানের হয়ে ২৮ রানে দুই উইকেট নেন জুনায়েদ খান। রাভি বোপারা এবং মোহাম্মদ ইরফান নেন একটি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বোপারার ৩৮ (২৫), রোহাইল নাজিরের ২৭ এবং খুশদিল শাহের ২৪ (১৫) রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে জয় তুলে নেয় মুলতান। লাহোরের হয়ে ১৪ রানের খরচায় দুই উইকেট নেন উসমান খান শেনওয়ারি। শাহিন শাহ আফ্রিদি এবং ওয়ায়িস শাহ নেন একটি করে উইকেট।
এর আগে পাকিস্তানে পৌঁছেই দুই দিনের রুম কোয়ারেন্টাইনে থাকতে হয়েছিল জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে। দেশ থেকে দুই দফা কোভিড পরীক্ষায় নেগেটিভ প্রমাণিত হয়ে করাচি গিয়ে ফের দুই দফায় করোনা নেতিবাচক প্রমাণিত হয়ে মাঠে নেমেছিলেন দেশসেরা এই ওপেনার।
তামিমের সঙ্গে