আইপিএলের সেরা পাঁচ রান সংগ্রাহক যারা

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মুম্বাই ইন্ডিয়ান্সের শিরোপা উল্লাসের মধ্যে দিয়ে পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরের। ক্রিকফ্রেঞ্জির পাঠকদের জন্য তুলে ধরা হলো এবারের আইপিএলে শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের পারফরম্যান্স।
এই টুর্নামেন্ট রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে আছেন কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক লোকেশ রাহুল। এবারের আইপিএলের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিকতা দেখিয়েছেন পাঞ্জাব অধিনায়ক। দলকে প্লে অফে তুলতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতে শীর্ষেই আছেন তিনি।
১৪ ম্যাচে মাঠে নেমে ১ সেঞ্চুরি ও ৫ হাফ সেঞ্চুরিতে ৬৭০ রান করেছেন পাঞ্জাব অধিনায়ক। ৫৫.৮৩ গড় ও ১২৯.৩৪ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ৫৮টি চার ও ২৩টি ছক্কা হাঁকিয়েছেন রাহুল।

রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। তার দল এবারের আসরে হয়েছে রানার্স আপ। প্রথমবারের মতো তাদের ফাইনাল খেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ধাওয়ান।
১৭ ম্যাচ খেলে ৪৪.১৪ গড় ও ১৪৪.৭৩ স্ট্রাইক রেটে ৬১৮ রান করেছেন তিনি। একমাত্র ক্রিকেটার হিসেবে এবারের আসরে দুই সেঞ্চুরি করেছেন দিল্লি ওপেনার। পাশাপাশি পেয়েছেন চার হাফ সেঞ্চুরি। ৬৭ চার ও ১২ ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
তালিকার তিন নম্বরে রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ দলপতি ডেভিড ওয়ার্নার। ১৬ ম্যাচে খেলে এই ওপেনার ৩৯.১৪ গড় এবং ১৩৪.৬৪ স্ট্রাইক রেটে করেছেন ৫৪৮ রান। ৪ টি হাফ সেঞ্চুরি পেলেও সেঞ্চুরির দেখা পাননি এই অজি ক্রিকেটার। ৫২ চার ও ১৪ ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।
চতুর্থ স্থানে আছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৭ ম্যাচ থেকে ৩৪.৬০ গড়ে ৫১৯ রান করেছেন তিনি। কোনো সেঞ্চুরি না পেলেও পেয়েছেন তিন হাফ সেঞ্চুরি। ৪০ চার ও ১৬ ছক্কা হাঁকিয়েছেন আইয়ার।
তালিকায় পঞ্চম স্থানে আছেন মুম্বাইয়ের তরুণ ব্যাটসম্যান ঈশান কিশান। ১৩ ইনিংস থেকে ৫১৬ রান করেছেন তিনি। ৩৬ চারের সঙ্গে ৩০টি ছক্কা হাঁকিয়েছেন এই তরুণ।