করোনা প্রটোকল ভেঙে বিপাকে ওয়েস্ট ইন্ডিজ

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা বিরতির পর জৈব সুরক্ষিত পরিবেশে থেকে ইতোমধ্যে দুটি সিরিজ খেলে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। স্বাভাবিকভাবেই জৈব সুরক্ষা বলয় এবং জৈব সুরক্ষিত পরিবেশ সম্পর্কে তাঁদের ধারণা বেশ স্পষ্ট।
কিন্তু তারপরও নিউজিল্যান্ড সফরে থাকাকালীন কোয়ারেন্টাইন প্রটোকল ভেঙেছেন ক্যারিবীয় দলের ৫-৬ জন সদস্য। যার খেসারত হিসেবে আইসোলেশনে থাকতে হচ্ছে তাঁদের।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সুবিধার্থে কোয়ারেন্টাইনে থাকাকালীন অনুশীলনের সুযোগ করে দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। কিন্তু সে নিয়ম ভঙ্গ করে সামাজিক মেলামেশা করতে দেখা গেছে ক্যারিবীয় ক্রিকেটারদের।

এরই পরিপ্রেক্ষিতে নিয়মভঙ্গ করা সদস্যদের ইতোমধ্যেই আইসোলেশনে পাঠিয়ে দেয়া হয়েছে। একই সঙ্গে সকল প্রকার অনুশীলন থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নিউজিল্যান্ডের স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, 'তদন্ত করে দেখা গেছে, তাদের দলের কয়েকজন সদস্য প্রতিনিয়ত কোয়ারেন্টিনের নিয়ম ভাঙছেন। তাদের নিয়ম ভাঙার প্রমাণ সিসিটিভিতে পাওয়া গেছে, অভিযোগ দিয়েছেন হোটেলের কর্মচারিরাও।'
এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, 'ওয়েস্ট ইন্ডিজ দল ক্রাইস্টচার্চে একাধিকবার কোয়ারেন্টিনের নিয়ম না মেনে সামাজিক মেলামেশা করেছেন। হোটেলের হলরুমে তাদেরকে একসঙ্গে খাবার খেতেও দেখা গেছে। ফলে কোয়ারেন্টিনের বাকি সময়টায় তারা আর অনুশীলন সুবিধা পাচ্ছেন না, যা শেষ হচ্ছে শুক্রবার।'
কোয়ারেন্টাইন নিয়ম ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আলাদাভাবে তদন্ত শুরু করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষও।
এ প্রসঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাহী বলেছেন, 'ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের কাছে খবর এসেছে কিছু সদস্য কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন। আমরা এই নিয়ম মানার ব্যাপারে কঠোর অবস্থায় আছি। তাদের এমন আচরণে আমরা মর্মাহত।'
আগামী ২৭ নভেম্বর টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে দুই দলের ২২ গজের লড়াই। তিনটি টি-টোয়েন্টির পর ৩ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। ১১ ডিসেম্বর থেকে দ্বিতীয় টেস্ট খেলবে দুই দল।