সাকিবের অলটাইম ফেভারিট সাঈদ আনোয়ার

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কোটি ক্রিকেট ভক্তের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান। তাই বলে কি সাকিবের পছন্দের ক্রিকেটার থাকবে না! বিশ্বসেরা এই অলরাউন্ডারেও পছন্দের ক্রিকেটার রয়েছেন। পাকিস্তানের কিংবদন্তী উদ্বোধনী ব্যাটসম্যান সাঈদ আনোয়ারকে সবসময়ের জন্যই পছন্দের ক্রিকেটার মানেন সাকিব।
১৯৬৮ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচিতে জন্ম সাঈদ আনোয়ারের। জাতীয় দলের হয়ে ১৯৮৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৩০২ টি ম্যাচ খেলেছেন তিনি।

যেখানে টেস্টে ১১ টি ও ওয়ানডেতে ২০ টি সেঞ্চুরি সহ মোট ১২৮৭৬ রান সংগ্রহ করেছেন পাকিস্তানের এই কিংবদন্তী ব্যাটসম্যান। পাকিস্তানের কোন ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি এখনো তার দখলে। এমনকি ১৯৯৭ সালে ভারতের বিপক্ষে ১৯৪ রানের ইনিংসটি ছিল তার সময়ে ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ডও।
এতসব অর্জনের কারণেই সাঈদ আনোয়ার যে কারোরই পচ্ছন্দের ক্রিকেটার হবার কথা। কিন্তু সাকিব তো বিশ্বসেরা অলরাউন্ডার। তার পছন্দ মানেই সেটা স্পেশাল ওয়ান।
অনলাইন ভিত্তিক কেনাকাটার মাধ্যম 'দারাজে'র একটি অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন সাকিব। নিষেধাজ্ঞা শেষে দেশে ফিরে উপস্থাপিকা যেন মুখোমুখি হলেন নির্ভার এক সাকিবের। অনুষ্ঠানের এক পর্যায়ে জানতে চাওয়া হয় দেশ সেরা অলরাউন্ডারের পচ্ছন্দের ক্রিকেটার কে?
উত্তরে সাকিব বলেন, 'বর্তমানে বিরাট কোহলি বা এবি ডি ভিলিয়ার্সের খেলা ভালো লাগে। তবে আমার অলটাইম ফেবারিট সাঈদ আনোয়ার।'