মুম্বাইয়ের পঞ্চম না দিল্লির প্রথম

ছবি-সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসরের শিরোপা জয়ের মিশনে বুধবার (১০ নভেম্বর) মাঠে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে ম্যাচটি।
৫ বার আইপিএলের ফাইনাল খেলে ৪ বার শিরোপাজয়ী মুম্বাই মুখোমুখি হবে প্রথম বার ফাইনালে ওঠা দিল্লির। লিগ পর্বের লড়াইয়ে এক এবং দুই নম্বর দলের মধ্যে ???াইনাল হলেও দিল্লির ফাইনালে ওঠার পথ খুব একটা মসৃণ ছিল না।
চলতি আসরের দ্বিতীয় ম্যাচে শ্রেয়াশ আইয়ারের দল মুখোমুখি হয়েছিল লোকেশ রাহুলের কিংস ইলেভেন পঞ্জাবের। সেই ম্যাচে সুপার ওভারে পাওয়া জয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছিল রিকি পন্টিংয়ের শীষ্যদের।
প্রথম ৬টা ম্যাচের মধ্যে ৫টিতেই জয়। কিন্তু হুট করেই টুর্নামেন্টের মাঝপথে দুর্যোগের কালো মেঘের ঘনঘটা দেখা দেয় দিল্লি শিবিরে। ইনজুরির কারণে অমিত মিশ্র, ইশান্ত শর্মাকে হারিয়ে টুর্নামেন্টের শুরুতে গড়া শক্ত ভীতটা কিছুটা নড়বড়ে হয়ে যায় তাঁদের। যার ফলশ্রুতিতে একের পর এক ম্যাচ হারতে থাকে আইয়ার এন্ড কোং।
তবে শিখর ধাওয়ান, রাবাদা এবং রবিচন্দ্রন অশ্বিনের প্রচেষ্টায় লড়াইয়ে ফিরে তাঁরা। শেষ পর্যন্ত বাঁচা মরার ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার হাতছানি দেখছে আইয়ারের দিল্লি।

অপরদিকে ফাইনালের চাপের সঙ্গে অভস্ত্য মুম্বাই মাঠে নামছে তাঁদের শিরোপা ধরে রাখার মিশনে। পাঁচ বারের ফাইনাল খেলার অভিজ্ঞতা আজ দিল্লির বিপক্ষে তাঁদের এগিয়ে রাখবে অনেকাংশেই। একই সঙ্গে বাড়তি পাওনা হিসেবে রয়েছে চলতি টুর্নামেন্টে দিল্লির বিপক্ষে একবারও না হারার তৃপ্তি।
রোহিতের মুম্বাইয়ের টুর্নামেন্টের শুরুটা হয় ধোনির চেন্নাই সুপার কিংসের কাছে হেরে। যদিও পরবর্তি ম্যাচগুলোতে এই হারের ছাপ ছিটেফোঁটাও পড়েনি। দ্বিতীয় ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪৯ রানের দাপুটে জয় তুলে নেয় গেল বারের শিরোপাজয়ীরা। লিগের ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফে নিজেদের জায়গা পাকা করে তারা।
ফাইনালে দিল্লির হয়ে স্পটলাইটে থাকছেন দলের অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এবং পেসার কাগিসো রাবাদা। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনিই। ১৬ ম্যাচে তিনি করেছেন ৬০৩ রান, গড় ৪৬.৩৮। ফাইনালে ৬৮ রান করতে পারলে কমলা টুপি জেতার সুযোগ রয়েছে তাঁর। আর প্রোটিয়া পেসার রাবাদা এই মুহূর্তে ১৬ ম্যাচে শিকার করেছেন ২৯ উইকেট।
অপরদিকে মুম্বাইয়ের তরুণ ঈশান কিষাণ, অভিজ্ঞ কুইন্টন ডি’ককের ফর্ম যেমন মজবুত করেছে ব্যাটিং ডিপার্টমেন্টকে, ঠিক তেমনই ট্রেন্ট বোল্ট এবং যশপ্রিত বুমরাহ কাঁধে তুলে নিয়েছেন বোলিং ডিপার্টমেন্টের দায়িত্ব।
১৩ ম্যাচে ৫৩.৬৬ গড়ে ঈশানের সংগ্রহ ৪৮৩ রান। আর ওপেনার ডি কক করেছেন ৪৮৩ রান। ওপেনিংয়ে তাঁর ব্যাটে ঢেকে গেছে দলপতি রোহিত শর্মার অফ ফর্মও।
১৪ ম্যাচে ২৭ উইকেট শিকার করে চলতি টুর্নামেন্টের সর্বাধিক উইকেটশিকারির তকমা জেতার দৌড়ে রয়েছেন বুমরাহ। অন্য দিকে বোল্ট নিয়েছেন ২২টি উইকেট। আর এই দুই বোলার প্রায় প্রতি ম্যাচেই ত্রাস হয়ে উঠেছেন প্রতিপক্ষের কাছে।
এখন শুধু দেখার অপেক্ষা। শিরোপা ওঠে কার হাতে। শেষ হাসিটা কি হাসতে পারবেন রোহিত শর্মা? না প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলবে আইয়ারের দিল্লি। উত্তরটা পাবার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।
সম্ভাব্য একাদশ:
মুম্বাই ইন্ডিয়ান্স:
রোহতি শর্মা (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, কাইরন পোলার্ড, ক্রুনাল পান্ডিয়া, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, যশপ্রিত বুমরাহ।
দিল্লি ক্যাপিটেলস:
শিখর ধাওয়ান, মার্কাস স্টোইনিস, আজিঙ্কা রাহানে, শ্রেয়াশ আইয়ার (অধিনায়ক), শিমরন হেটম্যায়ার, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, প্রবীণ ডুবে/হার্শাল প্যাটেল, কাগিসো রাবাদা, রবিচন্দ্রন অশ্বিন, এনরিক নরকিয়া।