মাঠে নামতে মুখিয়ে রাব্বি
ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাস মহামারির কারনে গত মার্চ মাসে প্রথম রাউন্ডের খেলা শেষ না হতেই স্থগিত ঘোষণা করা হয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলতি বছরের আসরটি। এরপরেরি বন্ধ হয়ে যায় দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট।
করোনা বিরতি কাটিয়ে ইতোমধ্যেই মাঠে ফিরেছে ক্রিকেট। চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। আর এই টুর্নামেন্টের মধ্য দিয়ে মাঠে ফিরতে মুখিয়ে রয়েছেন ফজলে মাহমুদ রাব্বি।
আসন্ন টুর্নামেন্টটিকে সামনে রেখে ক্রিকেটারদের বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষা করানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর এই ফিটনেস পরীক্ষায় উতরাতে পারলেই মিল্বে টুর্নামেন্টের টিকিট।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার (৯ নভেম্বর) ফিটনেস পরীক্ষা দিতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
২০১৮ সালে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়ে মাঠে নামা এই খেলোয়াড় লম্বা বিরতির পর আবারো মাঠে ফিরতে পেরে ভালো অনুভব করছেন। ফিটনেস পরীক্ষার তারিখ শোনার পর থেকেই দিনটির জন্য বেশ উত্তেজিত ছিলেন রাব্বি। এমনকি মাঠে ফেরার জন্য মুখিয়ে আছেন বলেও জানান এই ৩২ বছর বয়সী ব্যাটসম্যান।
সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় রাব্বি বলেন, 'অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে একটা খেলা হোক তো এই ফিটনেস পরীক্ষার খবরটা যখন পেলাম খুব ভালো লেগেছে। তখন থেকেই আসলে আমাদের সবার ভিতরে একটা উত্তেজনা কাজ করছে। এই দিনটা কবে আসবে, কখন আবার আমরা মাঠে ফিরব। মূলত মাঠে নামার জন্য আমরা এখন একদম মুখিয়ে আছি।'
এতদিন পরে মাঠে ফেরায় সব ক্রিকেটারকেই নতুন করে শুরু করতে হবে। তাই ভালো করলে জাতীয় দলে ফেরার সুযোগ আসবে বলে মনে করেন রাব্বি। ফলে ভালো পারফরম্যান্স করার সর্বোচ্চ চেস্টা করবেন বলেও জানান তিনি।
এ প্রসঙ্গে রাব্বি বলেন, 'এতদিন পরে ফিরছি অবশ্যই একটা ভালো পারফর্ম করতে হবে। সবাই কিন্তু শূন্য থেকেই শুরু করছে। তো এখন ভালো করলে অবশ্যই সুযোগ আসবে ভালো জায়গায়। চেস্টা থাকবে যে, যেখানেই থাকি যেভাবেই খেলি যেন ভালো একটা পাফর্ম করতে পারি।'