‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’ মর্মে বিশ্বাসী ওয়ার্নার
ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ক্রিকেটাঙ্গনে একটি কথা বেশ প্রচলিত; ‘ক্যাচ মিস তো ম্যাচ মিস’। আর এর বাস্তব নজির দেখা গেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল সানরাইজার্স হায়দরাবাদের বেলায়।
বাঁচা মরার ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বেশ কয়েকটি ক্যাচ মিস করে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে ওয়ার্নারের হায়দরাবাদকে। ম্যাচ শেষে এই দলপতি অকপটেই স্বীকার করে নিয়েছেন বহুল প্রচলিত সেই কথাটি। জানিয়েছেন, ক্যাচ মিস করলে আপনি কখনও টুর্নামেন্ট জিততে পারবেন না।
রবিবার (৮ নভেম্বর) দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে শুরু থেকেই ক্যাচ মিসের পসরা সাজিয়ে বসেছিল হায়দরাবাদের ফিল্ডাররা। যার খেসারত বেশ বাজেভাবেই দিতে হয়েছে তাদের। দিল্লির কাছে মাত্র ১৭ রানে হেরে বিদায় নিতে হয়েছে টুর্নামেন্টের চলতি আসর থেকে।

দিল্লির বিপক্ষে সেই ম্যাচে ক্যাচ মিসের শুরুটা করেছিলেন জেসন হোল্ডার। দলীয় রান তখন কেবল ১২ রান। উইকেটে ৩ রানে ব্যাট করছিলেন মার্কাস স্টয়নিস।
সন্দীপ শর্মার বলে ফ্লিক করতে গিয়ে সিলি মিড অনে দাঁড়িয়ে থাকা হোল্ডার হাতে ক্যাচ তুলে দেন স্টয়নিস। কিন্তু ক্যাচটি তালুবন্দি করতে ব্যর্থ হন ক্যারিবীয়ান এই অলরাউন্ডার। ব্যক্তিগত ৩ রানে জীবন পাওয়া অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার শেষ পর্যন্ত ২৭ বলে করেছেন ৩৮ রান।
এরপর ২৫ রান করা শিমরন হেটমায়ারের ক্যাচ নেয়ার সুযোগ পেলেও তা ধরতে শাহবাজ পারেননি নাদিম। যদিও ক্যাচটি কিছুটা কঠিন ছিল। শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন তিনি। যা দলের হারের জন্য বড় কারণ।
পিছিয়ে থাকেননি রশিদ খানও। ৭৭ রান করা শিখর ধাওয়ানের সহজ ক্যাচ ছেড়ে দিয়েছেন এই আফগান ক্রিকেটার। যদিও সেটি খুব বেশি ভোগায়নি হায়দরাবাদকে। কারণ ৭৮ রান করে ফিরে গেছেন তিনি।
এ প্রসঙ্গে ওয়ার্নার বলেন, ‘আপনি যদি ক্যাচ মিস করেন আর সুযোগ হাতছাড়া করেন তাহলে টুর্নামেন্ট জিততে পারবেন না। আমি মনে করি আমরা খারাপ করার পর ব্যাটে-বলে উন্নতি করেছি। কিন্তু মাঠের আচরণ আমাদের পিছিয়ে দিয়েছে।’
থাঙ্গারাসু নাটারজান, রশিদ খান ও মনিষ পান্ডের প্রশংসা করেছেন হায়দরাবাদ দলপতি। সেই সঙ্গে তাদের কেউ সেরা চারের দল হিসেবে বিবেচনা না করার পরও এতদুর আসায় দল নিয়ে গর্বিত তিনি।
তার ভাষ্যমতে, ‘নাটারজান, রশিদ ও মনিষ বেশ ইতিবাচক ছিল। পরের দিকে দেখিয়েছি, আমরা কিভাবে ক্রিকেট খেলতে পছন্দ করি। আমাদের কয়েকটা ইনজুরি ছিল, তারপরও আপনি যা পেয়েছেন তা নিয়েই কাজ করতে হবে। কেউ আমাদের সুযোগ না দেখার পরও আমরা যেখানে এসেছি তাতে আমি গর্বিত।’