বাড়িতে জুয়ার আসর বসিয়ে গ্রেফতার ভারতীয় ক্রিকেটার

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচকে কেন্দ্র করে জুয়াড়ি চক্রের সঙ্গে জড়িত থাকায় ফের গ্রেফতার হয়েছেন সাবেক রঞ্জি ক্রিকেটার রবিন মরিস। ভারাসোবায় নিজের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন তিনি।
ভারাসোবা পুলিশের দেয়া তথ্য মতে, গোপন তথ্যের ভিত্তিতে রবিনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সে মোতাবেক অভিযান চালিয়ে রবিনকে ল্যাপটপ এবং মোবাইল ফোন সমেত গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) তাকে কোর্টে তোলার কথা রয়েছে।

টাইমস অব ইন্ডিয়াকে পুলিশের এক কর্মকর্তা বলেন, 'আমাদের কাছে তথ্য ছিল, নিজের বাড়িতে নিয়মিত জুয়ার আসর বসাতেন রবিন। আইপিএল ম্যাচে নিয়মিত বাজিও ধরতেন। যা আইনত নিষিদ্ধ।'
রবিনের জুয়ার সঙ্গে জড়িত থাকার ঘটনা এটিই প্রথমবার নয়। গতবছর আল জাজিরার করা এক স্টিং অপারেশনে উঠে আসে তাঁর জুয়ার সঙ্গে জড়িত থাকার প্রমাণ।
সেখানে পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান হাসান রাজার সঙ্গে মিলে টি-টোয়েন্টি টুর্নামেন্টে স্পট ফিক্সিংয়ের পরিকল্পনা করতে দেখা গিয়েছিল তাঁকে। যদিও এ অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি।
একই সঙ্গে পুলিশের কাছে গ্রেফতার হওয়ার ঘটনাও রবিনের জন্য নতুন কিছু নয়। গতবছর একজন লোন এজেন্টের কাছ থেকে ২ লাখ রুপি আত্মসাতের জন্য তাকে অপহরণ করেছিলেন রবিন। সে সময় তাঁকে এবং তাঁর চার সঙ্গীকে গ্রেপ্তার করেছিল পুলিশ।