কোহলিদের চেয়ে দ্রাবিড়রা এগিয়ে: ইউসুফ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতের বর্তমান ব্যাটিং লাইনআপের চেয়ে শচীন টেন্ডুলকাদের সময়কার ভারতীয় ব্যাটিং লাইনআপকে এগিয়ে রাখছেন মোহাম্মদ ইউসুফ। পাকিস্তানের সাবেক এই অধিনায়কের মতে, বর্তমান সময়ের বোলারদের থেকে সেই সময়ের বোলারদের মান ভালো ছিল।
বরাবরাই শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়ে দল সাজায় ভারত। সময়ের পরিক্রমায় দারুণ সব ব্যাটসম্যান খেলেছেন ভারতের জাতীয় দলে। বর্তমানে ভারতকে এগিয়ে নিচ্ছেন বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, লোকেশ রাহুলরা।

তাদের আগের প্রজন্মেও দারুণ সব ব্যাটসম্যান পেয়েছিল ভারতে। যেখানে ছিল শচীন, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষণ ও সৌরভ গাঙ্গুলির মতো ব্যাটসম্যানরা। দুই প্রজন্মের ব্যাটিং লাইনআপকে তুলে করতে গিয়ে শচীনদের এগিয়ে রেখেছেন ইউসুফ। তাদের এগিয়ে রাখার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
ইউসুফ বলেন, ‘কোহলি, রোহিত, পুজারা, রাহুলরা মানসম্পন্ন ব্যাটসম্যান, সন্দেহ নেই। তবে আমি যদি তুলনা করি, তাহলে টেন্ডুলকার, দ্রাবিড়, লক্ষণ, সৌরভদের ব্যাটিং লাইন-আপ বেশি ভালো ছিল। এখন আর আগের মতো বোলিং আক্রমণ নেই।ক্রিকেটের অনেক কিছুই বদলে গেছে, অনেক কিছুই এখন ভিন্ন।’
শচীনদের সময়টায় খেললেও ইউসুফ ছিলেন বিশ্বের সেরাদের একজন। তখন প্রায়শই সময়ের সেরা নির্বাচনের ক্ষেত্রে শচীনের সঙ্গে ব্রায়ান লারা, রিকি পন্টিংদের নাম বেশি আসত। তবে ইউসুফের চোখে সবার ওপরে শচীন। তিনি মনে করেন, সে সব দিক থেকেই সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান।
ইউসুফের ভাষ্যমতে, ‘আমি যখন পাকিস্তানের হয়ে খেলেছি, তখন অনেক পন্টিং, লারা, হেইডেনদের মতো গ্রেট ব্যাটসম্যান ছিল। তবে আমার সবসময়ই মনে হয়েছে, শচীন সব দিক থেকেই সবচেয়ে পরিপূর্ণ ব্যাটসম্যান।’