ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন ওয়াসিম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৭ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে অস্ট্রেলিয়া-ভারতের তিন ফরম্যাটের সিরিজ। তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পর ১৭ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে চার ম্যাচের টেস্ট সিরিজ। আর এই টেস্টে অস্ট্রেলিয়াকে ফেভারিট মানছেন সাবেক পাকিস্তানি তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।
অস্ট্রেলিয়া তাঁদের দুর্দান্ত পেস বোলিং ইউনিটের জন্য ভারতের চেয়ে এগিয়ে থাকবে বলে মনে করছেন কিংবদন্তি এই পেসার। সম্প্রতি একটি ক্রিকেটভিত্তিক একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন আকরাম।

তিনি বলেন, 'অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিং আক্রমণ এই মুহূর্তে বিশ্বের সেরা। ওদের দলে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডের মতো পেসার রয়েছে। পাশাপাশি আরও কয়েকজন ভাল বোলারও আছে। লড়াইটা জমবে, তবে আমার ধারণা অস্ট্রেলিয়াই ফেভারিট হিসেবে শুরু করবে এই সিরিজ।'
অস্ট্রেলিয়া সাধারণত টেস্ট সিরিজে কোকাবুরা বল ব্যবহার করে। নতুন অবস্থায় এই বল থেকে বোলাররা সুবিধা পেলেও বল পুরাতন হবার সঙ্গে সঙ্গে ব্যাটসম্যানরা সুবিধা পেতে শুরু করেন। আর সেই সুযোগটাই কাজে লাগাবে অস্ট্রেলিয়া এমনটাই মন্তব্য করেন সাবেক এই পেসার।
ওয়াসিম বলেন, 'কোকাবুরা বল পুরনো হয়ে গেলে উইকেট পাওয়া কঠিন হয়ে যায়। তখন রান আটকানোর উপায় খুঁজে বার করতে হবে।'
এ সময় ভারত দলের প্রশংসা করে তিনি বলেন, ‘ভারতীয় ক্রিকেটারদের শরীরী ভাষায় এখন বোঝা যায়, ওরা নিজেদের উপরে কতটা আস্থা রাখে। কতটা পরিশ্রম ওরা করে, তাও ওদের দেখে বোঝা যায়।'