পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না মাহমুদউল্লাহর

ছবি- সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। এর প্রেক্ষিতে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আর খেলতে যাওয়া হচ্ছে না মি. ফিনিশারের। একই সঙ্গে শঙ্কা জেগেছে আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খেলা নিয়েও।
পিএসএল খেলতে যাবার উদ্দেশ্যে রুটিন পরীক্ষা করিয়েছিলেন রিয়াদ। সে পরীক্ষাতেই করোনা ইতিবাচক প্রমাণিত হয়েছেন তিনি। এর ফলে পাকিস্তান যাওয়া হচ্ছে না এই অধিনায়কের।

এদিকে যুক্তরাষ্ট্র থেকে এসে করোনা পরীক্ষা করিয়েছিলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাঁর ফলাফল নেতিবাচক এসেছে।
রবিবার (৮ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ১০ নভেম্বর পিএসএলে খেলতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা ছিল রিয়াদের। কিন্তু করোনা পজেটিভ হওয়ায় এখন তাকে আইসোলেশনে থাকতে হবে।
টুর্নামেন্টটিতে অংশ নিতে পাকিস্তান যাওয়ার কথা রয়েছে জাতীয় দলের ওয়ানডে ওপেনার তামিম ইকবালেরও। যদিও তামিম ইকবালের ব্যাপারে কিছুই জানা যায় নি।