সন্তানের জন্য অস্ট্রেলিয়া সিরিজে থাকবেন না কোহলি?

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম সন্তানের জনক হতে যাচ্ছেন বিরাট কোহলি। সব কিছু ঠিক থাকলে আগামী বছরের জানুয়ারিতে সন্তানের মুখ দেখবেন তিনি। আর তাই সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরের শেষ দুই টেস্ট মিস করতে পারেন ভারতীয় এই অধিনায়ক।
বেশ কয়েক বছরে ধরে বাবা হওয়ার সময়টায় ক্রিকেটারদের ছুটি দিচ্ছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই সুযোগ সম্ভবত ভারতীয় অধিনায়ককেও দেয়া হবে। যদিও এখনও কোন আনুষ্ঠানিক তথ্য দেয়নি তারা।
তবে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট খেলে কোহলি ছুটি নেবেন বলে আশা করা যায়।

সূত্রটি বলেছেন, ‘বিসিসিআই সর্বদাই বিশ্বাস করে যে পরিবারের অগ্রাধিকার সবার আগে। যদি অধিনায়ক পিতৃত্ব বিরতি নেয়ার সিদ্ধান্ত নেন, তবে তিনি কেবল প্রথম দুটি টেস্ট ম্যাচেই খেলতে পারবেন।’
সাধারণ কোন সময় হলে একটি মাত্র টেস্ট মিস করতেন তিনি এবং তার স্ত্রী সন্তান প্রসবের পর তিনি আবারও অস্ট্রেলিয়া গিয়ে ব্রিসবেনে শেষ টেস্ট খেলতে পারতেন। কিন্তু করোনা মহামারির কারণে তা আর করতে পারছেন না তিনি। কারণ কোহলি ভারতে এসে আবারও অস্ট্রেলিয়া গেলে তাকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
ওই সূত্রের ভাষ্যমতে, ‘দেখুন, সাধারণ কোন সময়ে হলে প্রথম সন্তান জন্মের পর তিনি ফিরে যেতে পারতেন। তাতে একটি টেস্ট মিস করতেন এবং শেষ টেস্টে ব্রিসবেনে খেলতেন। তবে ১৪ দিনের কোয়ারেন্টাইনের কারণে এটা কঠিন হয়ে যাবে।’
সূচি অনুযায়ী ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই দুই দলের লড়াই। ২৭ নভেম্বর সিডনিতে প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নামবে দুই দল। পরবর্তী দুই ম্যাচ হবে ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর। দ্বিতীয় ম্যাচ সিডনিতে আর তৃতীয় ও শেষ ম্যাচ হবে মানুকা ওভালে।
ওয়ানডে সিরিজ সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি। ডিসেম্বরের ৪ তারিখ মানুকা ওভালে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরবর্তী দুই ম্যাচ হবে ৬ এবং ৮ ডিসেম্বর। দুটি ম্যাচই হবে সিডনিতে। সীমিত ওভারের ক্রিকেট শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুই দল।
গোলাপি বলের টেস্ট দিয়ে শুরু হবে চার ম্যাচের টেস্ট সিরিজ। ১৭ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিবারাত্রির ম্যাচটি। দ্বিতীয় টেস্ট হবে ২৬ ডিসেম্বর, মেলবোর্নে। তৃতীয় টেস্ট ৭ জানুয়ারি, সিডনিতে। সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট হবে ১৫ জানুয়ারি, গ্যাবাতে।
উল্লেখ্য, ২০১৭ সালের ১১ ডিসেম্বরে বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাকে বিয়ে করেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। এরপর চলতি বছরের আগস্টে এক টুইট বার্তায় কোহলি জানিয়েছিলেন, তাদের পরিবারে নতুন অতিথি আসছে।