ভারতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিলেন কোহলি

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি বছরের আসর থেকে ইতোমধ্যেই বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএল মিশন শেষ হয়ে যাওয়ায় আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য ভারত জাতীয় দলের জৈব সুরক্ষা বলয়ে যোগ দিয়েছেন বেঙ্গালুরু দলপতি বিরাট কোহলি।
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে জৈব সুরক্ষিত পরিবেশে নিজেদের প্রস্তুত করছে আইপিএলে অংশ না নেওয়া ভারতীয় ক্রিকেটাররা। এখান থেকেই আইপিএল শেষ করে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওয়ানা দেবে ভারত দল।

সংবাদসংস্থা এএনআইকে এক সূত্রের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র মতে জানা গেছে শুক্রবার (৬ নভেম্বর) রাতেই দলের বাকি সদস্যদের সঙ্গে জৈব সুরক্ষিত পরিবেশে প্রবেশ করেছেন।
এএনআইয়ের সূত্র মতে, 'কোহলি ভারত দলের সঙ্গে হায়দরাবাদের বিপক্ষে ম্যাচের পর জৈব বলয়ে যোগ দিয়েছেন। এক দুই দিন পর অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিনি প্রস্তুতি শুরু করবেন।'
ইতোমধ্যেই মায়াঙ্ক আগরওয়াল আইপিএল মিশন শেষ করে জাতীয় দলের সঙ্গে প্রস্তুতি শুরু করেছেন। শুক্রবার (১৩ নভেম্বর) থেকে গোলাপি বল দিয়ে দিবা রাত্রির টেস্টের প্রস্তুতি শুরু করেবে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট ম্যাচের সিরিজ খেলবে ভারত। ২৭ নভেম্বর ওয়ানডের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। ডিসেম্বর থেকে মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজটি। আর ১৭ ডিসেম্বর দিবা-রাত্রির টেস্টের ভেতর দিয়ে শুরু হবে সাদা পোশাকে দুই দলের লড়াই।