টি-টোয়েন্টি দলে না থাকলেও পরিকল্পনায় আছেন হোল্ডার

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
গত দুই বছর ধরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দারুণভাবে পারফর্ম করছেন জেসন হোল্ডার। তারপরও ২০১৯ সালের ডিসেম্বর থেকে জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পাচ্ছেন না এই অলরাউন্ডার। হেড কোচ ফিল সিমন্স জানিয়েছেন, তিনি সবসময়ই টি-টোয়েন্টি দলের বিবেচনায় থাকেন এবং এখনও আছেন।
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসরে ১০ ম্যাচে ১৯২ রান করেছেন তিনি। যা দলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয়স্থানে। সেই সঙ্গে পুরো টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং করে নিয়েছেন ১০ উইকেট। যা কি-না তার দলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

এছাড়া শুরুর দিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল না পেলেও মিচেল মার্শের বদলি হিসেবে জায়গা পেয়ে দারুণ পারফরম্যান্স করছেন তিনি। ৬ ম্যাচের ৩ ইনিংসে ব্যাট করে ৫৫ রান করেছেন। এছাড়া ৬ ম্যাচে নিয়েছেন ১৩টি উইকেট।
সিমন্স বলেন, ‘জেসন সবসময় টি-টোয়েন্টি দলের পরিকল্পনায় থাকে। গত দুই মৌসুমে সিপিএলে ভালো খেলেছে। আইপিএলের এবারের টুর্নামেন্টেও দারুণ করছে।’
তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যেখানে টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকলেও টি-টোয়েন্টি দলে নেই হোল্ডার। টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার ২-৩ দিন পরেই শুরু হবে সাদা পোষাকের লড়াই।
তার দলে না থাকার জন্য সূচিকে দায়ী করছেন তিনি। এ প্রসঙ্গে সিমন্স বলেন, ‘এটি অন্য রকম একটি সফর। টেস্ট ম্যাচের দু'দিন আগে এখানে টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে। টেস্ট দলের অধিনায়ক হওয়ার কারণে আমাদের বাছাই প্যানেল হিসাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে, জেসন সেই সফরে টি-টোয়েন্টি দলের জন্য বিবেচিত হবে না।'
'সে আইপিএল থেকে আসবে। টেস্ট ম্যাচ শুরুর আগে সে চারদিনের একটি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাই নির্বাচক প্যানেল এই সিদ্ধান্ত নিয়েছে।’