আফিফ-নাইমের জোড়া হাফ সেঞ্চুরিতে 'এ' দলের লড়াকু সংগ্রহ

ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
হাই পারফরম্যান্স ইউনিটের (এইচপি) একদিনের প্রস্তুতি ম্যাচে আলো ছড়িয়েছেন আফিফ হোসেন ধ্রুব এবং ওপেনার নাইম শেখ। দুজনের জোড়া হাফ সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪০ রান তুলেছে ‘এ’ দল।
শনিবার (৭ নভেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে বাট করতে নেমে শুরুটা ভালো করেছিলেন ‘এ’ দলের দুই উদ্বোধনী ব্যাটসম্যান নাইম ও শাহদাত হোসেন দিপু। দিপু ১৯ রান করে ফিরে গেলে ভাঙে তাদের জুটি। এরপর অবশ্য মাহিদুল ইসলাম অঙ্কন ভালো শুরুর আভাস দিলেও ইনিংস বড় করতে পারেননি।

৬৭ রানের ঝলমলে ইনিংস খেলে সাজঘরে ফিরে যান নাইম। তাঁর বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন আফিফ। বাঁহাতি এই ব্যাটসম্যানের বিদায়ের পর রাকিবুলের ২৭, মৃত্যুঞ্জয়ের ১৮, সুমন খানের ১৭ ও শফিকুলের ১৭ রানে ভর করে ৭ উইকেটের খরচায় ২৪০ রান তোলে 'এ' দল।
‘বি’ দলের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাজা ও মুকিদুল ইসলাম মুগ্ধ। আর একটি করে উইকেট নিয়েছেন রিশাদ হোসেন ও শামীম পাটওয়ারি।
সংক্ষিপ্ত স্কোর-
‘এ’ দল: ২৪০/৭ ( ওভার ৫০); (নাইম ৬৭, আফিফ ৫০, রাকিবুল ২৭, রাজা ২/৪৫, মুগ্ধ ২/৪৮)