বোলারদেরকে জয়ের কৃতিত্ব দিচ্ছেন উইলিয়ামসন

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৬ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিতের ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয় তাড়া করেছিল বেঙ্গালুরুকে।
হায়দরাবাদের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৭ উইকেটে ১৩১ রানে থেমেছিল কোহলিদের ইনিংস। জবাবে কেন উইলিয়ামসনের অপরাজিত ৫০ আর জেসন হোল্ডারের অপরাজিত ২৪ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে হায়দরাবাদ।

১২ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে হায়দরাবাদ যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখনই জেসন হোল্ডারকে সঙ্??ে নিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। যার কারণে ভূয়সী প্রশংসায় ভাসছেন তিনি।
তবে দলের জয়ের পুরো কৃতিত্বটা হায়দরাবাদের বোলারদের দিচ্ছেন কিউই এই অধিনায়ক। তাঁর মতে বোলারদের পারফরম্যান্সের কারণেই অল্পতেই আটকে দেয়া সম্ভব হয়েছে তাঁদের। ফলে ব্যাটসম্যানদের জন্য কাজটা অনেক সহজ হয়ে গিয়েছে।
ম্যাচ শেষে উইলিয়ামসন বলেন, 'এটি একটি কঠিন ম্যাচ ছিল। আরসিবির মতো দলকে ১৩১ এ আটকে দেয়া কঠিন বিষয়। এমন দুর্দান্ত দলের বিপক্ষে এটি কখনই সহজ হতে পারে না। তাদের অল্পতেই আটকে দেয়াটা একটি চ্যালেঞ্জ ছিল।'
আইপিএলের আগের ১২টি আসরে ৩ বার ফাইনাল খেললেও শিরোপা ছুয়ে দেখা হয়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এবার দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়ে শিরোপার আশায় ছিল দলটি। তবে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে আবারও ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছে তারা।